মাঠে নামার আগে তামিমের জন্য দোয়া

স্পোর্টস ডেস্ক

তামিম ইকবালের দ্রুত সুস্থতার জন্য আজ, মঙ্গলবার, ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এ তিনটি ভেন্যুতে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। ম্যাচ শুরুর আগে ক্রিকেটার, কর্মকর্তা ও কোচিং স্টাফরা একসাথে তামিমের আরোগ্য কামনা করেন। বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে এই দৃশ্য দেখা যায়।

এরপর, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের আগেও একই দোয়া করা হয়। এরপর ব্রাদার্স ইউনিয়ন-পারটেক্স স্পোর্টিং ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ-রূপগঞ্জ টাইগার্স এবং গাজী গ্রুপ-গুলশান ক্রিকেট ক্লাবের মধ্যে ম্যাচগুলো শুরু হয়।

এর আগে, গতকাল প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, তামিমের দু’টি হার্ট অ্যাটাক হয়েছে এবং হার্টে ব্লক ধরা পড়ার পর একটি রিংও পরানো হয়েছে।

সর্বশেষ জানা গেছে, তামিম ইকবালের শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি হয়েছে। তার জ্ঞান ফিরে এসেছে এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক পরিবারের সদস্যদের ডাকে সাড়া দিয়েছেন। তবে, তিনি এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন এবং চিকিৎসকরা তাকে আরও ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখবেন।

You may also like