তামিমের সুস্থতায় ভারতে জামাল-হামজাদের দোয়া

স্পোর্টস ডেস্ক

অনুশীলন শুরু হওয়ার মিনিট পাঁচেক পরে বাংলাদেশের ফুটবলাররা এক হয়ে মোনাজাত করেন।

সোমবার (২৪ মার্চ) ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় বাংলাদেশ দল জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুশীলন শুরু করে। যেখানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, ‘দুপুরের দিকে আমরা এই খবর পাই। এরপর সবাই একসঙ্গে দোয়ার পরিকল্পনা করি। মাঠে তাই এটা করা হয়েছে। আমরা দোয়া করি তামিম আমাদের মাঝে দ্রুত স্বাভাবিকভাবে ফিরে আসুক।’

শিলংয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে তামিম ইকবালের দুঃসংবাদ আসে। তাতে তাত্ক্ষণিকভাবে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূইয়া এবং তারকা ফুটবলার হামজা চৌধুরী তামিমের দ্রুত সুস্থতা কামনা করেন। অন্য ফুটবলাররাও তাদের সহমর্মিতা প্রকাশ করেন।

তামিম ইকবাল ক্রিকেটার হলেও ফুটবলের প্রতি তার বিশেষ ভালোবাসা রয়েছে। তার বাবা ইকবাল খান ছিলেন ফুটবলার এবং চাচা আকরাম খান ক্রীড়াঙ্গনে তার পথচলা শুরু করেছিলেন ফুটবলার হিসেবে। তামিমও বিভিন্ন কঠিন সময়ে ফুটবলারদের পাশে দাঁড়িয়ে সহায়তা করেন।

ইউএ / টিডিএস

You may also like