প্রথম একাদশে ৬টি পরিবর্তন এনেছেন দরিভাল জুনিয়র।
বুধবার (২৬ মার্চ) বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর ৬টায় মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ম্যাচ শুরুর দুই দিন আগে ব্রাজিলের একাদশ ঘোষণা করেছে দেশটির সংবাদমাধ্যম গ্লোবো।
কলম্বিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছিল ব্রাজিল আর্জেন্টিনার বিরুদ্ধে সেখানে বড় পরিবর্তন এসেছে। কলম্বিয়ার বিপক্ষে গোলপোস্টে দাঁড়ানো আলিসন বেকার মাথায় চোট পাওয়ায় স্কোয়াড থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে স্কোয়াডে ডাকা হয়েছে গোলকিপার ওয়েভরতনকে। এছাড়া চোটের কারণে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে পারবেন না গারসনও।
গ্যাব্রিয়েল মাগালাইস ও ব্রুনো গিমারেস কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় হলুদ কার্ড দেখে নিষেধাজ্ঞার শিকার হয়েছেন। তাদের বদলি হিসেবে ডিফেন্ডার বেরালদো, মিডফিল্ডার হোয়াও গোমেজ এবং এদেরসনকে একাদশে ডেকেছেন ব্রাজিল কোচ দরিভাল।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের একাদশে আলিসন, মাগালাইস, গিমারেস ও গারসনের জায়গায় বেন্তো, মুরিল্লো, আন্দ্রে এবং জোয়েলিসতনকে খেলাবেন দরিভাল। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচেও আলিসনের জায়গায় গোলপোস্টে দাঁড়িয়েছিলেন বেন্তো।
কলম্বিয়ার বিপক্ষে বদলি হিসেবে নামা ওয়েসলি ফ্রাঙ্কা এবং ম্যানচেস্টার সিটি উইঙ্গার সাভিনিওকেও একাদশে অন্তর্ভুক্ত করবেন দরিভাল। ভ্যান্ডারসন ও রদ্রিগোর জায়গায় তারা কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন।
ইউএ / টিডিএস