অসুস্থ তামিমকে রেখেই চলছে মোহামেডানের ম্যাচ

স্পোর্টস ডেস্ক

ঢাকা প্রিমিয়ার লিগের শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ খেলতে সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে উপস্থিত হয়েছিলেন তামিম।

সোমবার (২৪ মার্চ) তিনি শাইনপুকুরের অধিনায়ক রায়ান রাফসান রহমানের সঙ্গে টসও সফলভাবে সম্পন্ন করেন। তবে টসের পর শারীরিকভাবে ফিট তামিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে যাওয়ায় তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনার জন্য হেলিকপ্টার ডাকা হয়। কিন্তু হেলিকপ্টারে তোলা সম্ভব না হওয়ায় তাকে কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

তামিমের জন্য দোয়া চেয়ে তার সতীর্থরা যেমন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, এবং লিটন দাস সবার কাছে আবেদন করেছেন।

এদিকে তামিমকে ছাড়া মোহামেডান ও শাইনপুকুরের ম্যাচ চলছে। শাইনপুকুর প্রথমে ব্যাট করে ৪৯.৫ ওভারে ২২৩ রানে অলআউট হয়েছে। এখন মোহামেডান জবাবে ব্যাট করছে।

ইউএ / টিডিএস

You may also like