প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। পরবর্তীতে জানা যায়, মাত্র অল্প সময়ের মধ্যে তিনি দুটি হার্ট অ্যাটাকের শিকার হন। তৎক্ষণাৎ তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়, এবং সেখানে তার হার্টে রিং বসানো হয়।
সাভারের কেপিজি হাসপাতালের ডিরেক্টর ড. রাজিব গণমাধ্যমে জানান, “তামিমের হার্ট অ্যাটাক হওয়ার পর এনজিওগ্রাম এবং এনজিওপ্লাস্ট করা হয়। সব কিছু খুব ভালোভাবে এবং দক্ষতার সঙ্গে সম্পন্ন হয়েছে। আমাদের কার্ডিওলজিস্ট ড. মারুফ চিকিৎসা দিয়েছেন, এবং ব্লক পুরোপুরি দূর হয়েছে। বর্তমানে তিনি অবজারভেশনে রয়েছেন, কিছু সময় লাগবে। আমরা সবাই তার সুস্থতার জন্য প্রাণপণে চেষ্টা করছি।”
বিসিবি পরিচালক মাহবুবুল আনামও জানান, “প্রতিটি পদক্ষেপে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
এদিকে, তামিমের অফিসিয়াল ফেসবুক পেজের এডমিনের বরাতে জানানো হয়েছে, ‘সকালে টসের পর তামিম হালকা বুকে ব্যথা অনুভব করেন। প্রাথমিকভাবে এটি গ্যাস্ট্রিকের সমস্যা মনে হওয়ায় তিনি গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন। কিন্তু কিছুক্ষণ পরেও অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতার সঙ্গে তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়, এবং চিকিৎসা শেষে তিনি বিকেএসপিতে ফিরে আসেন।’
‘এরপর, শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে, দ্রুত বিকল্প ব্যবস্থা হিসেবে দল ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তরিত করা সম্ভব হয়। পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাকে আবার কেপিজি হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে।’
‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং বসানো হয়। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (CCU) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করছি।’