তামিমের অল্প সময়ে দুইবার হার্ট অ্যাটাক

স্পোর্টস ডেস্ক

মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে গিয়ে সাভার বিকেএসপি মাঠে হঠাৎ করে দুইবার হার্ট অ্যাটাকের শিকার হন বাংলাদেশ ক্রিকেটের সদ্য সাবেক তারকা তামিম ইকবাল।

সোমবার (২৪ মার্চ) দুপুরে সাংবাদিকদের সাথে এই তথ্য শেয়ার করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল-ক্লিনিক শাখা) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান।

তিনি জানান, “তামিম ইকবাল একিউট মায়োকর্ডিয়াল ইনফার্কশন (হার্ট অ্যাটাক) হয়ে কার্ডিয়াক অ্যারেস্টে পড়েন। দ্রুত প্রাথমিক চিকিৎসা হিসেবে প্রাইমারি পিসিআই করা হয় এবং এলসিএক্স ধমনীর ব্লকেজ শনাক্ত হয়। তাই জরুরি ভিত্তিতে সেখানে স্টেন্ট (রিং) বসানো হয়, যাতে ব্লকেজ কমে গিয়ে হার্টে রক্তপ্রবাহ বৃদ্ধি পায়, যা তার দ্রুত সুস্থতার জন্য সহায়ক হবে।”

ডা. মঈনুল আহসান আরও বলেন, “প্রথমে হাসপাতালে আসার পর তামিম কিছুটা সুস্থ হয়ে চলে যান, তবে পরে আবারও কার্ডিয়াক অ্যারেস্ট হলে তাঁকে পুনরায় ভর্তি করা হয়। তখন তাকে ১৫ মিনিট সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়া হয়। তিনি তখন খুবই সংকটাপন্ন অবস্থায় ছিলেন, এবং বর্তমানে সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট)-তে চিকিৎসাধীন আছেন।”

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর জানা যায়, তামিমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি এখনও নিবিড় পর্যবেক্ষণে আছেন।

আজ সকালে তামিম বিকেএসপি মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়েছিলেন। টসের পর কিছুটা অস্বস্তি অনুভব করলে অবস্থা আরো খারাপ হয়ে যায়। এরপর তাঁকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার পাঠানো হয়, তবে তার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে হেলিকপ্টারে আসার মতো পরিস্থিতি ছিল না। পরে তাকে সাভারের কেপিজে হাসপাতালে (পূর্বের ফজিলাতুননেসা মুজিব হাসপাতাল) নিয়ে আসা হয়, যেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে ঢাকায় আনা হবে বলে জানানো হয়েছে।

You may also like