সাবেক এই অধিনায়কের অসুস্থতার খবরে স্থগিত হয়ে গেছে আগে থেকেই নির্ধারিত বিসিবির ২৯ তম বোর্ড সভা।
সোমবার (২৪ মার্চ) দুপুর ১২টায় মিরপুর শের-ই-বাংলায় বোর্ড সভা শুরু হওয়ার কথা ছিল। তবে তামিম ইকবালের অসুস্থতার খবর পাওয়ার পর সভাটি স্থগিত করা হয়েছে। সভা স্থগিত হওয়ার পর বোর্ড পরিচালকরা হাসপাতাল যাচ্ছেন। একই সঙ্গে তামিমের পরিবারের সদস্যরাও হাসপাতালে রওনা হয়েছেন।
মোহামেডানের হয়ে ডিপিএল এর অষ্টম রাউন্ডের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপির মাঠে উপস্থিত ছিলেন অধিনায়ক তামিম ইকবাল। নির্ধারিত সময়ে টসও করেছিলেন তবে এরপরই অসুস্থ হয়ে পড়েন এই তারকা ক্রিকেটার এবং ফিল্ডিংয়ে নামতে পারেননি।
প্রাথমিকভাবে তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার প্রস্তুত করা হলেও পরিস্থিতি বিবেচনায় তাকে ফজিলাতুননেসা হাসপাতালে ভর্তি করা হয় যা বিকেএসপির পাশে অবস্থিত। সর্বশেষ খবর অনুযায়ী, তামিম হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
তামিম ইকবালের সর্বশেষ অবস্থা নিয়ে ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানিয়েছেন, বর্তমানে তিনি সাভারের ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
ইউএ / টিডিএস