সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল।
সোমবার (২৪ মার্চ) ডিপিএলে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমে টসেও অংশ নিয়েছিলেন তামিম। এরপরই বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করেন। অবস্থা এতটাই গুরুতর যে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তামিমের ক্লাব মোহামেডানের এক শীর্ষ কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন।
তামিম ইকবালের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় আনার পরিকল্পনা করে তার ক্লাব মোহামেডান। এই উদ্দেশ্যে বিকেএসপিতে এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়। তবে তার অবস্থা আরও গুরুতর হওয়ায় তাকে ঢাকায় আনা সম্ভব হয়নি। বিসিবির মেডিক্যাল বিভাগ নিশ্চিত করেছে যে তামিমকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তামিমের অসুস্থতার খবর পাওয়ার পর বিসিবির বোর্ডসভা স্থগিত করা হয়েছে। সভাটি দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ছিল। বিসিবির পরিচালক ও কর্মকর্তারা তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন। অন্যদিকে তামিমের স্ত্রী, ভাই নাফিস ইকবাল এবং চাচা আকরাম খান ঢাকা থেকে হেলিকপ্টারে সাভারে গিয়েছেন।
ইউএ / টিডিএস