লিটন দাস ও নাহিদ রানার সাময়িক বদলি খুঁজছেন পাকিস্তান সুপার লিগ।
রবিবার (২৩ মার্চ) এক বিবৃতিতে এই খবর জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। লিটন ও নাহিদসহ মোট ছয় ক্রিকেটারের বদলি খুঁজতে পিএসএলের রিপ্লেসমেন্ট ড্রাফট অনুষ্ঠিত হবে সোমবার সন্ধ্যায় ভার্চুয়ালি।
বাংলাদেশের দুই ক্রিকেটারকে পিএসএলে দেখা যাবে। তবে জিম্বাবুয়ে সিরিজের জন্য যেসব ম্যাচ হাতছাড়া হবে সেগুলোর জন্য সাময়িক বদলি খোঁজা হচ্ছে।
পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, লিটন ও নাহিদ কিছু ম্যাচ খেলতে পারবেন না। এই কারণে ওই ম্যাচগুলোর জন্য তাদের বদলি ক্রিকেটার খোঁজার জন্য অনলাইন প্লেয়ার্স ড্রাফট করা হবে।
আগামী মাসে দুই টেস্ট খেলতে জিম্বাবুয়ে বাংলাদেশে আসবে। এ কারণে পিএসএলে শুরুর কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না লিটন ও নাহিদ। বিসিবি সূত্রে জানা গেছে জিম্বাবুয়ে সিরিজের অন্তত একটি ম্যাচে তাদের অংশগ্রহণ নিশ্চিত এরপরই তারা পিএসএলে যোগ দিতে পারবেন।
লিটন-নাহিদ ছাড়াও অনলাইন প্লেয়ার্স ড্রাফটে দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডান ডাসেন, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও মার্ক চ্যাপম্যানের জন্যও কয়েকটি ম্যাচের বদলি ক্রিকেটার নেওয়া হবে।
ইউএ / টিডিএস