আইপিএলে অটোচালকের ছেলে ২৪ বছরের ভিগ্নেশ নজর কাড়ছে সবার।
রবিবার (২৩ মার্চ) চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চমক দেখান মুম্বাই ইন্ডিয়ান্সের ভিগ্নেশ। ২৪ বছর বয়সী ভিগ্নেশ কেরালার হয়ে এখনও কোনও ফরম্যাটে ম্যাচ খেলেননি। তবে কেরালার ক্রিকেট লিগের একটি দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন যেখানে মুম্বাইয়ের ‘স্কাউট’রা তাঁকে নজরবন্দী করেন। এরপর থেকে তাকে উন্নতির পথে প্রক্রিয়া করা হচ্ছিল। রবিবার মুম্বাই সেই আস্থার পুরস্কৃত হলো।
চেন্নাইয়ের ইনিংসের অষ্টম ওভারে বল করতে এসে চমক দেখান ভিগ্নেশ। ওই ওভারেই তিনি আউট করেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে। পরের ওভারে তিনি ফিরিয়ে দেন শিবম দুবেকে। দু’জনেই বাউন্ডারির ধারে আউট হন। একইভাবে লোভ দেখিয়ে দীপক হুডাকে আউট করেন ভিগ্নেশ হুডা ডিপ স্কোয়্যার লেগে ক্যাচ দেন।
ভিগ্নেশের জন্ম ২০০১ সালের ২ মার্চ কেরালার মালাপ্পুরম জেলার পেরিনথালমান্নায়। তাঁর বাবা সুনীল কুমার একজন অটোচালক এবং মা কেপি বিন্দু গৃহবধূ। আর্থিক অসুবিধা সত্ত্বেও বাবা-মা ভিগ্নেশকে ক্রিকেট খেলতে উৎসাহিত করেছেন। বর্তমানে তিনি পিটিএম কলেজে সাহিত্য নিয়ে স্নাতকোত্তর পড়াশোনা করছেন।
ভিগ্নেশ কেরালার হয়ে অনূর্ধ্ব-১৪ এবং অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ক্রিকেট খেলেছেন। ছোটবেলায় তিনি মিডিয়াম পেস এবং মাঝে মাঝে স্পিন বোলিং করতেন। তবে স্থানীয় কোচ মোহাম্মদ শরিফের পরামর্শে তিনি স্পিন বোলিং শুরু করেন। তখন তিনি ‘চায়নাম্যান’ বোলিং কাকে বলে তাও জানতেন না। তবে সেই বোলিংকে নিখুঁত করার জন্য তিনি প্রচুর পরিশ্রম করেছেন।
ইউএ / টিডিএস