আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো।
শনিবার (২২ মার্চ) কেকেআর মাঠে নামবে। আর এর আগে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন এই তারকা। ব্র্যাভো জানিয়েছেন, কেকেআর মালিক শাহরুখ খানের সহায়তায় বলিউডে পা রাখতে যাচ্ছেন তিনি।
কয়েকদিন আগে দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিনয় শুরু করে খবরের শিরোনাম হয়েছিলেন সাবেক অজি তারকা ডেভিড ওয়ার্নার। তখন তিনি বলিউডে পা রাখার ঘোষণা দিয়েছিলেন আর এবার তার পদাঙ্ক অনুসরণ করে আরও এক ক্রিকেট তারকা ডোয়েন ব্র্যাভো সিনেমার দুনিয়ায় প্রবেশ করতে চলেছেন।
এ বিষয়ে একটি সাক্ষাৎকারে ব্র্যাভো বলেন, ‘আমি এখন অবসর নিয়েছি। ফলে জীবনযাত্রা অনেক শৃঙ্খলাবদ্ধ। আশা করছি ভবিষ্যতে আমাকে বড় পর্দায় দেখতে পারবেন। শাহরুখ খান আমাকে বলিউডের সিনেমায় কাজ করার কথা দিয়েছেন। এখন আমি দলের সঙ্গে আছি। এখন তো রোজই ওর সঙ্গে দেখা হবে।’
ক্রিকেট ক্যারিয়ারে ৪১ বছর বয়সী ডোয়েন ব্র্যাভো ছিলেন অত্যন্ত সফল। বিশ্বের বড় বড় দলের হয়ে খেলেছেন এবং জাতীয় দলের জার্সিতেও ছিলেন বেশ পরিচিত। তিনি তিনবার আইপিএল শিরোপা জিতেছেন এবং চেন্নাই সুপার কিংসের হয়ে কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। গোটা বিশ্বজুড়ে অসংখ্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন।
ক্রিকেট ছাড়াও গান ও নাচে তার গভীর আগ্রহ রয়েছে। সুযোগ পেলে নিয়মিত অনুশীলন করেন। কিছুদিন আগে কেকেআরের অনুষ্ঠানে তার বিখ্যাত গান ‘চ্যাম্পিয়ন’ পরিবেশন করেন ব্র্যাভো। সে সময় তিনি বলেছিলেন, “সঙ্গীতের কোনও সীমানা নেই। ডিজে ব্র্যাভোর গান শুনলে মানুষ অনুপ্রাণিত হয়, আনন্দে নাচে ওঠে। সেই শক্তি নিয়েই আমি বেঁচে থাকি।”
ইউএ / টিডিএস