শিলংয়ে বাংলাদেশ ফুটবল দল পর্যাপ্ত অনুশীলন সুবিধা পাচ্ছে না বলে দাবি করেছেন দলের সহকারী কোচ হাসান আল মামুন।
মঙ্গলবার (২৫ মার্চ) ভারতের মাটিতে স্বাগতিক দলের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। ফিফার নিয়ম অনুযায়ী প্রতিটি দলকে ম্যাচের আগের দিন অন্তত একদিন ম্যাচ ভেন্যুতে অনুশীলন করার সুযোগ দেওয়া হয়। ম্যাচটি জওহরলাল নেহরু স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে যেখানে ঘাসের মাঠ রয়েছে। বাংলাদেশ দলকে ভারতে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করার সুযোগ না দিলে অন্য ভালো মাঠে অনুশীলন করানো হতে পারত- এমনটাই মনে করছেন দলের কোচ হাসান আল মামুন।
গণমাধ্যমকে তিনি জানান,‘অ্যাস্ট্রোটার্ফের(অপ্রস্তুত মাঠ) অনুশীলনে আঘাতের ঝুঁকি রয়েছে। কিন্তু আমরা আমাদের দলকে জানিয়েছিলাম যে, আমরা এই সমস্যাগুলোর মুখোমুখি হতে পারি। তাই আমরা মানসিকভাবে এর জন্য প্রস্তুত ছিলাম। তবে অবশ্যই প্রশিক্ষণে কিছু ত্রুটি থাকবে, এবং আমরা জানি এটা তাদের কৌশল।’
এদিকে খেলোয়াড়দের যথাসময়ে অনুশীলনে ব্যাপারে ভারত কর্তৃপক্ষ সহযোগিতা করছে না বলে দাবি করেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন। তিনি জানান,‘এটি কিছুটা বিরক্তিকর! আমাদের ৫ টা ৩০ মিনিটে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল কিন্তু দলীয় সভার পর কোচ বললেন যে আমাদের প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে।’
তিনি আরো বলেন, গতবার যখন আমরা কলকাতায় খেলার জন্য এসেছিলাম তখন অনুশীলনের জন্য ভালো সুবিধা পেয়েছিলাম। তবে এখন সেটা পাচ্ছি না। ভালো মাঠ পেলে নিশ্চয়ই আমরা অনুশীলনে ভালো করতাম। তবে আমরা মানসিকভাবে প্রস্তুত আছি এবং জয় নিয়ে ফেরার উপর মনোযোগ দিচ্ছি।’
ইউএ / টিডিএস