তাসকিনকে দলে নিতে পরিবর্তন আনছে লখনৌ

স্পোর্টস ডেস্ক

আরেকটি আইপিএল, আরেকবার তাসকিন আহমেদকে ঘিরে গুঞ্জন। প্রতি মৌসুমের মতো এবারও বাংলাদেশের এই গতিতারকার নাম শোনা যাচ্ছে আইপিএল দলগুলোর ভাবনায়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এনওসি সংক্রান্ত জটিলতার কারণে এখনও পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি লিগের এই বড় মঞ্চে তার খেলার সুযোগ হয়নি।

লখনৌর নজরে তাসকিন

চলতি আসর শুরুর আগে আবারও তাসকিনের নাম আলোচনায় এসেছে। লখনৌ সুপার জায়ান্টসের অংশ হয়ে থাকা শ্রীধরন শ্রীরাম ব্যক্তিগতভাবে তাসকিনের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন এই পেসার নিজেই। ইনজুরির কারণে স্কোয়াডের গুরুত্বপূর্ণ পেসারদের না পাওয়ার শঙ্কায় তাসকিনের প্রতি আগ্রহ দেখাচ্ছে দলটি।

লখনৌ এ মৌসুমে তাদের পেস আক্রমণ শক্তিশালী করতে ২৪ কোটি ৭৫ লাখ রুপি বিনিয়োগ করেছে এবং মিচেল মার্শের জন্য খরচ করেছে আরও ৩ কোটি ৪০ লাখ রুপি। তবে দলটির তিন ভারতীয় পেসার— মায়াঙ্ক যাদব, আভেশ খান ও মহসিন খান— চোটের কারণে কবে মাঠে ফিরতে পারবেন, তা নিশ্চিত নয়।

তাসকিনের আইপিএলে খেলার সম্ভাবনা

যদিও লখনৌ এখনো সরাসরি তাসকিনকে দলে নেওয়ার প্রস্তাব দেয়নি, তবে ইনজুরি সমস্যার সমাধান না হলে বিকল্প হিসেবে তার দিকেই নজর দিতে পারে দলটি।

তবে এখানেও একটি শর্ত রয়েছে— আইপিএলের নিয়ম অনুযায়ী, লখনৌ তখনই তাসকিনকে নিতে পারবে, যদি মায়াঙ্ক, আভেশ বা মহসিনের অন্তত একজন পুরো মৌসুমের জন্য ছিটকে যান, এবং সেটা দলের ১২তম ম্যাচের আগেই নিশ্চিত হতে হবে। অন্যদিকে, বিসিবিকে নিশ্চিত করতে হবে যে তাসকিন যদি যোগ দেন, তাহলে পুরো আসরের জন্যই তাকে এনওসি দেওয়া হবে।

এর পাশাপাশি লখনৌ প্রথমে দেশি বোলারদের খুঁজবে, কারণ তাদের ইনজুরিপ্রবণ তিন পেসারই ভারতীয়। যদি স্থানীয় বোলারদের মধ্যে সমাধান না মেলে, তাহলে তাসকিনের দিকে ঝুঁকতে পারে ফ্র্যাঞ্চাইজিটি।

You may also like