কলকাতার ইডেন গার্ডেন্সে জমকালো আয়োজনে শুরু হওয়ার কথা থাকলেও শহরের বিভিন্ন জায়গায় প্রতিকূল আবহাওয়া সতর্কতা জারি করেছে।
শনিবার (২২ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের অষ্টাদশ আসর । উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মাঠে নামবে। নতুন এই আসর নিয়ে ভারতীয় ক্রীড়ামোদীদের মধ্যে রোমাঞ্চের সৃষ্টি হলেও উদ্বোধনী দিনের শুরুতেই বৃষ্টির কারণে সেই উল্লাসে ভাটা পড়তে পারে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কলকাতার এই মুহূর্তের আবহাওয়া আইপিএল শুরুর জন্য আদর্শ নয়। গতকাল দুই দলের অনুশীলনেও বাগড়া দিয়েছিল বৃষ্টি। যার কারণে নির্ধারিত সময়ের আগেই ক্রিকেটারদের প্রস্তুতি থামিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। একই দশা হতে পারে আজও। এখনকার আবহাওয়াও কোনো ইতিবাচক বার্তা দিচ্ছে না। বৃষ্টি থামলেও আকাশে রয়েছে কালো মেঘের ঘনঘটা।
কলকাতার আঞ্চলিক মেটেওরোলোজিক্যাল সেন্টারের পূর্বাভাসে জানা গেছে, বিদ্যুৎ চমকনো এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়। সে কারণে ইডেন গার্ডেন্সের মাঠ কাভারে ঢেকে রাখা হয়েছে। ‘আকুওয়েদার’–এর তথ্যমতে, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ঝড়ো বৃষ্টি হতে পারে।
ক্রিকেটভক্তদের জন্য হতাশাজনক খবর দিয়েছে ভারতের মেটেওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি)। তারা আজকের পশ্চিমবঙ্গের আবহাওয়াকে ‘ওরেঞ্জ এলার্ট’ হিসেবে চিহ্নিত করেছে যা দ্বিতীয় সর্বোচ্চ (বিরূপ) আবহাওয়ার সতর্কতা। কলকাতার আবহাওয়া অফিসও আজ সারাদিন বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে, সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস।
ইউএ / টিডিএস