আইপিএলে ক্রিকেটারদের শাস্তি ব্যবস্থায় পরিবর্তন

স্পোর্টস ডেস্ক

সর্বশেষ সংযোজন ডিমেরিট পয়েন্ট এবং ক্রিকেটারদের শাস্তি প্রদানে নতুন নীতিমালা।

শনিবার (২২ মার্চ) থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটির অষ্টাদশ আসরেও বেশ কয়েকটি নতুন নিয়ম এসেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি অনুযায়ী ক্রিকেটারদের ডিমেরিট পয়েন্ট ও শাস্তি প্রক্রিয়া আগের মতোই থাকবে তবে এতে কিছু নতুন নিয়ম যুক্ত করেছে বিসিসিআই।

আইসিসির নিয়ম অনুযায়ী ডিমেরিট পয়েন্ট ৫ বছরের জন্য বলবৎ থাকে কিন্তু আইপিএলে তা ৩ বছরের জন্য কার্যকর হবে। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, “কোনো ক্রিকেটার বা অফিসিয়াল যদি ডিমেরিট পয়েন্ট পান তবে তা পরবর্তী ৩৬ মাস পর্যন্ত বলবৎ থাকবে।”

এছাড়া ম্যাচ নিষেধাজ্ঞা নিয়ে এসেছে পরিবর্তন। এখন থেকে ৭টি ডিমেরিট পয়েন্ট পেলেই একজন ক্রিকেটার এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন। ৮-১১ পয়েন্টে ২ ম্যাচ, ১২-১৫ পয়েন্টে ৩ ম্যাচ, এবং ১৬ বা তার বেশি পয়েন্টে ৫ ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হবে। এই পয়েন্টগুলো তিন বছর পর্যন্ত গণনা করা হবে। লেভেল-১ লঙ্ঘনে ১ ডিমেরিট পয়েন্ট ও ২৫% ম্যাচ ফি কাটা হবে, লেভেল-২ লঙ্ঘনে ৩-৪ পয়েন্ট, লেভেল-৩ লঙ্ঘনে ৫-৬ পয়েন্ট এবং লেভেল-৩ গুরুতর লঙ্ঘনে ৭-৮ ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে।

নির্দিষ্ট সময় বা ম্যাচের জন্য শাস্তি প্রদান করা হবে যা সংশ্লিষ্ট ম্যাচ রেফারি অথবা অন্য কোনো অফিসিয়াল ন্যায়পাল হিসেবে নির্ধারণ করবেন। এই বিষয়ে বিসিসিআই জানিয়েছে, “একজন ম্যাচ রেফারি বা ন্যায়পাল কোনো ক্রিকেটার, দল, বা অফিসিয়ালকে নির্দিষ্ট সময়ের জন্য নিষেধাজ্ঞা দিতে পারবেন। যদি সেই সময়টি নির্দিষ্ট না থাকে (যেমন ১ বছর) তবে নিষেধাজ্ঞা ডিমেরিট পয়েন্ট অনুযায়ী প্রদান করা হবে। সাধারণত এক ম্যাচে ১টি সাসপেনশন পয়েন্ট নির্ধারিত থাকবে।”

সম্প্রতি আইপিএলের গভর্নিং কাউন্সিল অধিনায়কদের জন্য একটি ‘ক্যাপ্টেন্স মিট’ আয়োজিত করে যেখানে বেশ কিছু নতুন নিয়ম অনুমোদন করা হয়েছে। ওই সভায় প্রতিটি দল ও অধিনায়কদের এসব নিয়ম বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়। ইডেন গার্ডেন্সে স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএলের অষ্টাদশ আসর।

ইউএ / টিডিএস

You may also like