সাকিবের বোলিং নিষেধাজ্ঞা প্রত্যাহারে কি বলছে বিসিবি

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডে আইসিসি স্বীকৃত ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে বৈধতা ফিরে পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই অলরাউন্ডার।

বৃহস্পতিবার (২০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘ গত ৯ মার্চ ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। সর্বশেষ মূল্যায়নের ফলাফল অনুসারে, সাকিব তার বোলিং অ্যাকশন সংশোধন করেছেন এবং এর ফলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড(ইসিবি) তাদের প্রতিযোগিতামূলক সব কাউন্টি ক্রিকেট এবং দ্যা হান্ড্রেড থেকে সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।

আরও বলা হয়, ইসিবি শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে একটি বিস্তারিত মিডিয়া বিজ্ঞপ্তি আকারে জানাবে।

এর আগে বার্মিংহ্যাম এবং চেন্নাইয়ে পরপর দুবার বোলিং অ্যাকশনের পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন সাকিব। যার ফলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তার আগে কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময় তার বোলিংয়ে ত্রুটি ধরা পড়ে। সেই ত্রুটি সারাতে চলতি মাসে সাকিব কাজ করেছেন সারের কোচ গ্যারেথ ব্যাটির সঙ্গে এবং দীর্ঘ সময় পর তার পরিশ্রমের সুফল পেলেন সাকিব।

ইউএ / টিডিএস

You may also like