হেম্প প্রধান কোচ, ব্যাটিং কোচ কারা?

by Sports Desk

গেল বছরের শেষের দিকে বাংলাদেশে ছিলেন না ডেভিড হেম্প। বিসিবির সঙ্গে তার চুক্তি রয়েছে আরও এক বছর অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। এ কারণেই তাকে আবারও দেশে ফিরিয়ে এনেছে বিসিবি। এবার হেম্প বাংলাদেশ দলের সঙ্গে দুই বিভাগে কাজ করবেন।

আগামী মাসে বাংলাদেশ নারী দলের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন হেম্প। পরবর্তীতে তিনি বিসিবির হাই পারফর্ম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ হিসেবে যোগ দেবেন। আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা এইচপি দল। ওই সিরিজের আগে এইচপির সকল বিভাগের জন্য কোচিং স্টাফ নিয়োগ দিতে চায় বিসিবি।

Advertisements

এখন আলোচনায় রয়েছে এইচপির ব্যাটিং কোচ কে হবেন। আলোচনায় আছেন দেশীয় কয়েকজন কোচ। এর মধ্যে সবচেয়ে বেশি গুঞ্জন উঠেছে হান্নান সরকার ও রাজিন সালেহকে নিয়ে। এই দুই সাবেকের মধ্যে একজনকেই ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। অতীতে দুজনই এইচপির হয়ে কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন।

জাতীয় দলের ব্যাটিং বিভাগের দায়িত্ব আপাতত পালন করছেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

ইউএ / টিডিএস

You may also like