হামজাকে নিয়ে যা বললেন জাতীয় দলের সতীর্থরা

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে বিমানবন্দরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল হামজা চৌধুরী। গণমাধ্যমের সামনে এসে দলের ফুটবলারদের হামজাকে নিয়ে একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হয়। এতে দলের দুই তারকা সোহেল রানা সিনিয়র এবং তপু বর্মন বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন।

সোহেল রানা বলেন, হামজা যেন দীর্ঘদিনের সতীর্থ। তিনি জানান, ‘‘হামজা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারছে। মনে হচ্ছে ও অনেকদিন ধরেই আমাদের সঙ্গে খেলছে।’’

জাতীয় দলের নির্ভরযোগ্য মুখ তপু বর্মন হামজার অন্তর্ভুক্তিকে একটি পজিটিভ বিষয় হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘‘গতকাল হামজা অফিসিয়ালি আমাদের সঙ্গে ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছে। এটা আমাদের জন্য ভালো ব্যাপার। সে ফিট আছে আমরাও ফিট আছি। আমার কাছে মনে হয় এটা একটা পজিটিভ ব্যাপার।’’

রক্ষণভাগের এই তারকা ফ্লাইট ধরার আগে দলের মানসিকতার বিষয়ে বলেন, ‘‘আমাদের প্রিপারেশন, মানসিক সক্ষমতা, চিন্তাধারা এবারে পুরোপুরি আলাদা। এটাই আমার কাছে মনে হয় বড় ব্যাপার। আমাদের চিন্তাধারা উইনিং মেন্টালিটি।’’

ইউএ / টিডিএস

You may also like