গাভাস্কারকে নকল করলেন পান্ত

স্পোর্টস ডেস্ক

আইপিএলের আগে বিজ্ঞাপন চিত্রের শুটিংয়ে ক্ষিপ্ত সেই গাভাস্কারকে নকল করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পান্ত।

অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির সময় তরুণ উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পান্তের ওপর ভরসা রেখেছিলেন গৌতম গম্ভীর। সেই সিরিজের চতুর্থ টেস্টে ভালো ব্যাটিং করছিলেন পান্ত, তবে মেলবোর্নের ২২ গজে থিতু হওয়ার পর অহেতুক আগ্রাসী হয়ে উইকেট ছেড়ে দেন। পান্তের এমন দায়িত্বহীন ব্যাটিং দেখে মেজাজ হারিয়ে ফেলেন ধারাভাষ্যকক্ষে থাকা গাভাস্কার। পান্তকে নিয়ে ক্ষুব্ধ গলায় তিনি বলেছিলেন, “স্টুপিড, স্টুপিড, স্টুপিড,” যা সে সময় ভাইরাল হয়ে যায়।

আইপিএলের আগে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ক্ষিপ্ত গাভাস্কারকে নকল করেছেন ঋষভ পান্ত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সেদিন গাভাস্কার যে ধরনের পোশাক পরেছিলেন, ঠিক তেমনই পোশাক পরে ধারাভাষ্য দিচ্ছেন পান্ত। তিনি নিজেকে গাভাস্কারের মতো সাজানোর চেষ্টা করেছেন।

তারপর মাইক্রোফোন হাতে, গাভাস্কারের মতো ভঙ্গি করে পান্ত বলছেন, “স্টুপিড, স্টুপিড, স্টুপিড।” নিজের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং নিয়ে মজা করতে গিয়ে পান্ত ভারতের সাবেক অধিনায়ককে নকল করেছেন। অনেকে এই ভিডিও দেখে হাস্যরস উপভোগ করেছেন, তবে একাংশ পান্তের সমালোচনাও করেছেন। তাদের মতে, ভুল থেকে শিক্ষা নেওয়ার বদলে, পান্ত ভুলকে ছোট করে দেখেছেন, যা খানিকটা বিতর্কের সৃষ্টি করেছে।

লখনৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল খেলবেন পান্ত। সঞ্জীব গোয়েন্‌কার দলকে তিনিই নেতৃত্ব দেবেন। পান্তকে ২৭ কোটি রুপিতে দলে নিয়েছেন লখনৌ কর্তৃপক্ষ।

ইউএ / টিডিএস

You may also like