আর্জেন্টিনার কোপা জয় নিয়ে ঝড়ো মন্তব্য রদ্রিগেজের

স্পোর্টস ডেস্ক

সম্প্রতি এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার জয়ের সামনে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিয়েছেন কলম্বিয়ার তারকা ফুটবলার হামেস রদ্রিগেজ।

টানা ২৮ ম্যাচ অপরাজিত অবস্থায় কলম্বিয়া গেল বছরের জুলাইয়ে কোপা ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামেছিল। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ গোলশূন্য ড্র থাকার পর খেলা অতিরিক্ত সময়ে চলে যায়। শেষ পর্যন্ত ১১২ মিনিটে আর্জেন্টিনার ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজের পা থেকে আসা জয়সূচক গোলের মাধ্যমে জয় লাভ করে আর্জেন্টিনা। ওই ম্যাচের পর প্রায় আট মাস পেরিয়ে গেছে।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সেই ফাইনালে রেফারির দায়িত্বে ছিলেন ব্রাজিলিয়ান রাফায়েল ক্লাউস। তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রদ্রিগেজ।

‘লস আমিগোস দে এডু’ নামের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে একসময় রিয়াল মাদ্রিদে খেলা এই মিডফিল্ডার বলেন, ‘কোপা আমেরিকায় দারুণ একটা টুর্নামেন্ট কাটিয়েছি আমরা। তবে বাইরের কিছু বিষয় আমাদের শিরোপা জিততে দেয়নি। আর্জেন্টিনাকে সহায়তা করেছেন রেফারি। আমাদের স্পষ্ট একটি পেনাল্টি দেওয়া হয়নি। এটা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারত।’

ইউএ / টিডিএস

You may also like