নিজের ফেসবুক স্ট্যাটাসে দুই কিশোরের প্রশংসা করে তাদের উপহার দেয়ার কথাও জানান তিনি।
দুর্দান্ত এই দুই কিশোরের ব্যাটিংশৈলীতে পুরো দেশের অনেকের মতো মুগ্ধ হয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক লিটন কুমার দাস। ফেসবুকে লিটন লিখেছেন, ‘স্কুল ক্রিকেটে তরুণ ক্রিকেটারদের সাফল্য দেখতে দারুণ লাগছে! মুস্তাকিম হাওলাদারের ৪০৪ রান এবং সাদ পারভেজের ২৫৬ রান + ৪ উইকেট—এক কথায় অসাধারণ! এটা জানতে পেরে ভালো লাগছে, সাদের কাছে আমার ব্যাটিং ভালো লাগে। ভালোবাসার প্রতীক হিসেবে আমি মুস্তাকিম ও সাদ—দুজনকেই আমার দুই জোড়া গ্লাভস উপহার দেব। আশা করি, এটি তাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং তারা আরও উজ্জ্বলভাবে আলো ছড়াবে!’
সেন্ট গ্রেগরিস স্কুলের বিপক্ষে ৫০ চার ও ২২ ছক্কায় ৪০৪ রানের অপরাজিত এক অতিমানবীয় ইনিংস খেলেছেন মুস্তাকিম, যা দেশের স্কুল কিংবা স্বীকৃত কোনো পর্যায়ের ক্রিকেটে প্রথম বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মুস্তাকিমের ইনিংসে ভর করে তার দল ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ৭৭০ রান সংগ্রহ করে। এই ওপেনারের সঙ্গে তৃতীয় উইকেটে ৬৯৯ রানের জুটি গড়েন সাদ পারভেজ। সাদ নিজেও ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি করেন, ১২৪ বলে ৩২টি চার ও ১৩টি ছক্কায় অপরাজিত ২৫৬ রানে। সাদ এছাড়া ৪ উইকেটও পেয়েছেন।
ইউএ / টিডিএস