বাফুফের সাথে আলোচনায় বসবেন ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে ফাহমিদুল বিষয়ে বৈঠক করবেন।

ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল দলের সঙ্গে সৌদি আরব থেকে ঢাকা ফিরে আসেননি। তাকে চূড়ান্ত দলে না অন্তর্ভুক্ত করায় কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বিতর্কের সৃষ্টি করেছেন। এই বিষয়টি নজরে এসেছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার।

ফাহমিদুল ইতালির চতুর্থ স্তরের লিগে খেলছেন। মাত্র ১৮ বছর বয়সী এই ফুটবলারকে কোচ হ্যাভিয়ের সম্ভাবনাময় মনে করে জাতীয় দলে ডেকেছিলেন। তিনি সৌদি আরবে এক সপ্তাহ অনুশীলন করেছেন এবং একটি ম্যাচ খেলেন। তবে তাকে বাদ দেওয়ায় ফুটবলাঙ্গনে সমালোচনা সৃষ্টি হয়েছে।

সমর্থকরা বাফুফে ভবন ও টিম হোটেলের সামনে প্রতিবাদ জানিয়েছেন, ফাহমিদুলকে ফিরিয়ে আনার এবং জাতীয় দলে সিন্ডিকেট ভাঙার দাবিতে।

ইউএ / টিডিএস

You may also like