ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১১টায় টিম হোটেলে তাকে স্বাগত জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এ সময় জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাসহ ফেডারেশনের আরও অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
রাত ৮টা ৪৫ মিনিটে সিলেট থেকে ফ্লাইটে ঢাকা পৌঁছান হামজা চৌধুরী। সিলেটের মতো ঢাকার বিমানবন্দরেও তাকে দেখার জন্য অনেক ভক্ত ভিড় জমিয়েছিল। তিনি সেখানে উপস্থিত বেশ কয়েকজনের সঙ্গে ছবি তোলেন। বিমানবন্দরে কিছুটা বিলম্ব হওয়ায় টিম হোটেলে পৌঁছাতে কিছুটা সময় লাগে।
বাংলাদেশের ফুটবলের অন্যতম বড় তারকা হিসেবে হামজা চৌধুরীর আগমন নিয়ে সবার মধ্যে ব্যাপক উত্তেজনা ছিল। এটি ছিল তার প্রথমবার বাংলাদেশে ফিরতে যাওয়া জাতীয় দলের ফুটবলার হিসেবে। সাধারণ মানুষ থেকে গণমাধ্যমকর্মী—সবার চোখ ছিল তার দিকে।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল হামজাকে জাতীয় দলের জার্সিতে দেখা। সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে তিনি ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে এসেছেন। সিলেট ও হবিগঞ্জে তাকে দেখতে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল। হামজা এই উচ্ছ্বাস উপভোগ করেছেন এবং বলেছেন ‘বাবার সঙ্গে কথা বলেছি খুব ভালো লাগছে।’
এছাড়া হামজা চৌধুরী বাংলাদেশে জাতীয় দলের হয়ে ৮ নম্বর জার্সি পরবেন যা নিয়ে ফুটবল মহলে আলোচনা ছিল। তিনি নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, ‘৮ নম্বর।’ তিনি আরও বলেন, ‘মিডফিল্ড পজিশনেই খেলতে পছন্দ করি।’
ইউএ / টিডিএস