লাল কার্ডের শাস্তির পর সমালোচনায় রামোস

স্পোর্টস ডেস্ক

ক্ষণিকের মেজাজ হারানোয় লাল কার্ডের শাস্তি পাওয়ার পাশাপাশি সমালোচনাও শুনতে হচ্ছে বিশ্বকাপ জয়ী এই ডিফেন্ডারকে।

সোমবার (১৭ মার্চ) লিগা এমএক্সে বাংলাদেশ সময় ভোরে পুমাসের বিপক্ষে ম্যাচে ৩৮ বছর বয়সী এই ফুটবলারের জন্য তেতো অভিজ্ঞতা হলো। যোগ করা সময়ে সাইডলাইনের কাছে বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে লাথি মারলে রামোস বহিষ্কার হন। তবে ম্যাচটি ৩-১ গোলে জিতেছে তার দল।

রিয়াল মাদ্রিদের সেন্টার-ব্যাক ও অধিনায়ক এবং অনেক সাফল্যের নায়ক সের্হিও রামোস ২০২১ সালে প্রিয় ক্লাব ছেড়ে পিএসজিতে যোগ দেন। এরপর তিনি সেভিয়ায় ফিরে যান। তবে ২০২৪ সালে শৈশবের ক্লাবের সঙ্গে চুক্তি ভঙ্গের পর সাত মাস কোনো ক্লাবে যোগ দেননি।

সেই অনিশ্চয়তা কাটিয়ে গত ফেব্রুয়ারিতে মেক্সিকোর ক্লাব মন্তেরেইয়ে যোগ দেন রামোস এবং দ্রুতই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেন। দলটির হয়ে পাঁচ ম্যাচে তিন গোল করেন তিনি।

রিয়াল মাদ্রিদের জার্সিতে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও পাঁচটি লা লিগাসহ অনেক ট্রফি জয়ী রামোসের ক্যারিয়ারে লাল কার্ডের ঘটনা কম নয়। সান্তিয়াগো বের্নাবেউয়ে তিনি ২৬ ম্যাচে বহিষ্কার হয়েছেন, যার মধ্যে রেকর্ড ২০ বার লা লিগায়।

ইউএ / টিডিএস

You may also like