কত নম্বর জার্সি পরে খেলতে চান হামজা

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের হয়ে এএফসি বাছাইপর্বের ম্যাচ খেলতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী দেশে এসেছেন। ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেটে চলে যান তিনি যেখানে তার জন্মভূমি।

পরে হবিগঞ্জের বাহুবল এলাকায় স্মানঘাটে তার বাড়ির সামনে এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন হামজা। অনুষ্ঠান শেষে ইফতারের পর হবিগঞ্জ ও ঢাকা থেকে আসা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচে হামজা কোন নম্বর জার্সি পরবেন তা নিয়ে কৌতূহল শুরু হয়েছে। জানতে চাইলে তিনি জানান, “আমি ৮ নম্বর জার্সি পরেই মাঠে নামতে চাইবো।” বর্তমানে জাতীয় দলে ৮ নম্বর জার্সি পরছেন চন্দন রায়। এই নম্বরে বাংলাদেশে খেলা প্রাক্তন ফুটবলারদের মধ্যে মামুনুল হক, এনামুল হক এবং সাদ উদ্দিন অন্যতম।

পেশাদার ক্যারিয়ারে হামজা বিভিন্ন জার্সি নম্বরে খেলেছেন। লেস্টার সিটির হয়ে ৩৮ নম্বর দিয়ে শুরু করলেও পরবর্তী তিন মৌসুম ২০ নম্বর এবং সর্বশেষ দুই মৌসুম ১৭ নম্বরে খেলেছেন। বর্তমান ক্লাব শেফিল্ডে তার জার্সি নম্বর ২৪।

দেশে আসার পর থেকেই হামজা ফুটবলপ্রেমীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। এয়ারপোর্ট থেকে তার বাসা পর্যন্ত হাজার হাজার মানুষ তাকে দেখতে ভিড় জমাচ্ছে। বিভিন্ন আয়োজন ও স্লোগানে ফুটবলপ্রেমীরা তাকে স্বাগত জানাচ্ছে। হামজা বলেন, “এত মানুষ আসবে আমি কল্পনাও করিনি। সকলের প্রতি আমি কৃতজ্ঞ।”

মানুষের এত ভালোবাসায় তিনি কোনো চাপ অনুভব করছেন কিনা জানতে চাইলে হামজা বলেন, “কোনো চাপ নেই। মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে, এতে আমি অনুপ্রাণিত হবো।”

বাংলাদেশের জার্সিতে ভালো কিছু করতে বদ্ধপরিকর হামজা বলেন, “এশিয়ান গেমস ২০২৬ এ বাংলাদেশ দলকে নিয়ে যেতে চাই।”

ইউএ / টিডিএস

You may also like