নাহিদ রানার পিএসএলে খেলা উচিত বললেন শান্ত

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন দেশের বাইরে গিয়ে খেলা উচিত নাহিদের।

সোমবার (১৭ মার্চ) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময়ে এ কথা বলেন শান্ত। তিনি বলেন, ‘(নাহিদ রানার) এই ধরনের (পিএসএল) টুর্নামেন্ট খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত। তবে এটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক-সবকিছুর ওপরে।‘

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো যদি আমাদের ক্রিকেটাররা খেলা শুরু করে, তাহলে অভিজ্ঞতা তৈরি হবে এবং দায়িত্বটা নেয়া শিখবে। বাইরের ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করা, সব মিলিয়ে ভালো একটা অভিজ্ঞতা হবে। আশা করব, এই ধরনের টুর্নামেন্টে আমাদের ক্রিকেটাররা সামনের দিকে খেলার সুযোগ পাবে।‘

এবারের আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটার থাকছেন না। তবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এ বাংলাদেশের তিন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। তারা হলেন- নাহিদ রানা, লিটন দাস এবং রিশাদ হোসেন।

ইউএ / টিডিএস

You may also like