লিওনেল মেসি থাকছেন না আলবিসেলেস্তেদের আকাশী-সাদা জার্সিটায়।
সোমবার (১৭ মার্চ) বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ ঘোষিত স্কোয়াডে আর্জেন্টিনা একটি চমক উপহার দিয়েছে। স্কালোনির স্কোয়াডে মেসির অনুপস্থিতি ছিল এক ধরনের বিস্ময়। কারণ স্কোয়াড ঘোষণা হওয়ার ২৪ ঘণ্টা আগেও মাঠে ছিলেন আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা। যুক্তরাষ্ট্রের ঘরোয়া লিগে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছিলেন তিনি এবং ১টি গোলও করেছিলেন। এর পরও মেসির না থাকা ছিল বড় প্রশ্ন।
পরবর্তীতে জানা যায় এমএলএসের ওই ম্যাচেই ইনজুরিতে পড়েছেন মেসি। যার কারণে তাকে ২৫ জনের স্কোয়াডে রাখা হয়নি। মেসির ক্লাব ইন্টার মায়ামি নিশ্চিত করেছে যে তিনি পায়ের অ্যাডাক্টর পেশির ইনজুরিতে ভুগছেন। তবে এটি গুরুতর কিছু নয়। এটি একটি লোয়ার গ্রেড ইনজুরি যার মানে হলো মেসি ২৫ মার্চ ব্রাজিলের বিপক্ষে ম্যাচে নামার ঝুঁকি নিতে পারতেন।
মেসির ক্যারিয়ার এবং ওয়ার্কলোড বিবেচনায় তাকে স্কোয়াডে রাখা হয়নি। যদিও এই বিষয়ে আর্জেন্টিনা জাতীয় দলের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। মেসির ইনজুরির বিস্তারিত তথ্য শুধুমাত্র তার ক্লাব ইন্টার মায়ামির পক্ষ থেকেই প্রকাশ করা হয়েছে।
ক্লাব থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘গতরাতে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পর অ্যাডাক্টর পেশিতে অস্বস্তি থাকায় আজ সকালেই মেসির এমআরআই করানো হয়েছে। তাতে অ্যাডাক্টরে লো-গ্রেডের ইনজুরি ধরা পড়েছে। তার চিকিৎসার ধারা এবং তাতে কেমন প্রতিক্রিয়া হচ্ছে সেটার ওপরেই বোঝা যাবে প্রতিযোগিতায় তাকে পাওয়া যাবে কি না।’
বাছাইপর্বে আর্জেন্টিনা তাদের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচেই মেসির সার্ভিস মিস করবে। বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে উরুগুয়ের বিপক্ষে মন্টেভিডিওতে এবং পরের বুধবার ব্রাজিলের বিপক্ষে নিজেদের মাঠে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ইউএ / টিডিএস