ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী এবার মুখোমুখি হয়েছিল ক্রিকেটে।
সোমবার (১৭ মার্চ) বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫৪ রানের বেশি করতে পারেনি আর্জেন্টিনা। দলের হয়ে সর্বোচ্চ ২৩ বলে ১১ রান করেছেন স্টোকস।
স্টোকস ছাড়া আর্জেন্টিনার আর কোনো ব্যাটার দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। লোলো করেছেন ১১ বলে ৯ রান, আর সসা করেছেন ২১ বলে ৯ রান। ব্রাজিলের হয়ে ১২ রানে ৫ উইকেট নিয়ে দিনের সেরা বোলার হয়েছেন ন্যাখিমেন্টো।
৫৫ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৩৩ বল হাতে রেখে ৬ উইকেটে বড় জয় পায় ব্রাজিল। তাদের হয়ে সর্বোচ্চ ৪২ বলে অপরাজিত ২৭ রান করেছেন আভেরি। এছাড়া, ন্যাখিমেন্টো ১৫ বলে ১০ রান করেন।
ম্যাচটি আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের অংশ ছিল যেখানে আমেরিকা অঞ্চল থেকে বাছাই পর্বে অংশ নেয় ব্রাজিল ও আর্জেন্টিনা।
আসরে দুই দলেরই এটি ছিল শেষ ও ষষ্ঠ ম্যাচ। ছয় ম্যাচে দুই জয়ের বিপরীতে চার হার নিয়ে ব্রাজিল ৪ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তৃতীয় স্থানে অবস্থান করছে। অন্যদিকে দুই জয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে আসর শেষ করেছে আর্জেন্টিনা।
গ্লোবাল কোয়ালিফায়ারে যাওয়ার সুযোগ দুই দলেরই আগেই শেষ হয়ে গেছে। ফলে এখানেই শেষ হচ্ছে তাদের বিশ্বকাপের পথচলা।
ইউএ / টিডিএস