প্রতিপক্ষের পেসারকে ধাক্কা দিয়ে বিপাকে খুশদিল

স্পোর্টস ডেস্ক

দৌড়ে রান নেওয়ার সময় নিউজিল্যান্ডের পেসার জ্যাকারি ফোকসকে ধাক্কা দিয়ে বিপাকে পড়েছেন খুশদিল শাহ।

রবিবার (১৬ মার্চ) ক্রাইস্টচার্চে দুই দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে একটি ঘটনা ঘটে। পাকিস্তানের ইনিংসের অষ্টম ওভারে খুশদিল মিড-অনে শট খেলে রান নিতে দৌড় দেন। এই সময় বোলার ফোকসকে পিঠে বাঁ কাঁধ দিয়ে সজোরে ধাক্কা দেন তিনি। দুই রান নেওয়ার পর খুশদিলকে আম্পায়ারের সঙ্গে আলোচনা করতে দেখা যায়।

আচরণবিধি ভাঙার কারণে পাকিস্তানের এই অলরাউন্ডারকে শাস্তি দিয়েছে আইসিসি। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, খুশদিল আইসিসির আচরণবিধির লেভেল ২ ধারা লঙ্ঘন করেছেন। তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তার নামের পাশে যোগ করা হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট।

নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন খুশদিল যার ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচটিতে দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন তিনি। নিউ জিল্যান্ডের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান মাত্র ৯১ রানে অলআউট হয়ে যায়। ৫৯ রান বাকি থাকতেই ৯ উইকেটে জয় তুলে নেয় কিউইরা।

ইউএ / টিডিএস

You may also like