আইপিএলে দল পেলেন মুস্তাফিজের শিষ্য

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশি এই পেসারকে চেতন সাকারিয়া একাধিকবার সম্বোধন করেছেন ‘কোচ’ হিসেবে।

মুস্তাফিজুর রহমানের সঙ্গে চেতন সাকারিয়ার বোলিং রসায়ন ছিল বেশ দুর্দান্ত। ২০২১ সালে রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম আইপিএলে অংশ নিয়ে অনেক সাড়া ফেলেছিলেন তিনি। সেবার ১৪টি উইকেট শিকার করেছিলেন এই পেসার।

এর পরপরই চেতন সাকারিয়ার পথটি ঘুরে যায়। রাজস্থানের হয়ে দারুণ পারফরম্যান্সের সুবাদে প্রথমবার জাতীয় দলে সুযোগ পান তিনি। ওয়ানডে অভিষেকে ২ উইকেট এবং টি-টোয়েন্টি অভিষেকে ১ উইকেট শিকার করেন। এরপর দল বদলে যোগ দেন দিল্লি ক্যাপিটালসে। তবে পুরো আসরে মাত্র ৩টি ম্যাচ খেলার সুযোগ পান। পরের বছর আইপিএলে দিল্লির হয়ে খেলেন মাত্র ২টি ম্যাচ। সব মিলিয়ে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুই মৌসুমে মোট ৫ ম্যাচ খেলেছেন চেতন সাকারিয়া, যেখানে তার উইকেট সংখ্যা ছিল মাত্র ৬টি।

এরই মধ্যে বাঁহাতের কবজির ইনজুরিতে ভুগতে থাকেন চেতন সাকারিয়া। যার ফলে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হয় তাকে। চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স তাকে নেট বোলার হিসেবে দলে নেয়, তবে তার জন্য ছিল ২ লাখ রুপি পুরস্কার। কিন্তু চেতন সাকারিয়ার গল্পটি দ্রুত বদলে গেল।

মেগা অকশনে কলকাতা নাইট রাইডার্স উমরান মালিককে দলে নিয়েছিল। ২০২৩ আসরে দুর্দান্ত পারফর্ম করলেও ইনজুরির কারণে মাঠে নামা হয়নি তার। উমরানকে ৭৫ লাখ রুপি খরচ করে নিলামের শেষ দিকে দলে ভেড়ায় কলকাতা। বর্তমানে চ্যাম্পিয়নরা ওই দামেই চেতন সাকারিয়াকে দলে নিচ্ছে।

কলকাতা নাইট রাইডার্স তাদের বিবৃতিতে জানিয়েছে যে, উমরান মালিক ছিটকে গেছেন। তবে তার চোটের ব্যাপারে আইপিএল কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। উমরান মালিকের পরিবর্তে বাঁহাতি পেসার চেতন সাকারিয়াকে দলে নেওয়া হয়েছে। গত মৌসুমে চেতন সাকারিয়া কলকাতা নাইট রাইডার্সে ছিলেন। তবে এক ম্যাচেও খেলার সুযোগ পাননি।

ইউএ / টিডিএস

You may also like