ম্যানচেস্টার থেকে সিলেটের পথে হামজা

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে বাংলাদেশের সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছেন হামজা দেওয়ান চৌধুরী।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশ সময় রাত তিনটার দিকে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে হামজার দেশে আগমনের একটি ছবি পোস্ট করেছে। সবকিছু ঠিক থাকলে, হামজা আজ বেলা সাড়ে ১১টার মধ্যে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

রবিবার (১৬ মার্চ) ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে লিডস ও শেফিল্ড ইউনাইটেডের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে হামজার শেফিল্ড ১-০ গোলে জয়লাভ করে। ওই ম্যাচে হামজা পুরো ৯০ মিনিট খেলেন। ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই তিনি ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের হয়ে খেলতে রওনা হন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে হামজার আলোচনায় বিমানের বিজনেস ক্লাস আসনে ভ্রমণের সিদ্ধান্ত হয়েছিল এবং সে অনুযায়ী তিনি ম্যানচেস্টার থেকে বিজনেস ক্লাসেই যাত্রা করেছেন।

এদিকে জাতীয় ফুটবল দলের সঙ্গে আজই পৃষ্ঠপোষক হিসেবে ইউসিবি ব্যাংকের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির কয়েক ঘণ্টা পর হামজার আগমনের ছবিতে বাফুফে ইউসিবি ব্যাংকের লোগো ব্যবহার করেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল হামজার আগমনে ইউসিবির সহায়তার বিষয়টি নিশ্চিত করেন।

হামজার শেকড় হবিগঞ্জের বাহুবল গ্রামে। তাই ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফুটবলার ঢাকায় না গিয়ে সরাসরি সিলেটে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে সপরিবারে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে বাফুফের চার নির্বাহী সদস্য তাকে অভ্যর্থনা জানাবেন। হামজাকে বরণ করতে হবিগঞ্জবাসী উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন। বাফুফে সিলেট ও হবিগঞ্জ উভয় জেলার প্রশাসন এবং পুলিশ বিভাগের সঙ্গে সমন্বয় করে তার নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করেছে।

হামজার বাবা, মোরশেদ দেওয়ান চৌধুরী, আগেভাগেই দেশে এসে হবিগঞ্জে অবস্থান করছেন। হামজার সঙ্গে একই ফ্লাইটে তার স্ত্রী, তিন সন্তান ও মা আসছেন। বাংলাদেশের জার্সিতে তার প্রথম ম্যাচ উপভোগ করতে তার পরিবারও উচ্ছ্বসিত। তারা শিলং স্টেডিয়ামে বসে ম্যাচটি সরাসরি দেখার পরিকল্পনা করেছেন।

ইউএ / টিডিএস

You may also like