সর্বনিম্ন রানে অলআউট পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন ৯১ রানেই গুটিয়ে গেল পাকিস্তান।

রবিবার (১৬ মার্চ) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ১১ রানেই ৪ উইকেট হারায় সফরকারীরা। সেই বিপর্যয় সামলাতে প্রয়োজন ছিল বড় জুটি ঘুরে দাঁড়ানো কোনো ব্যক্তিগত ইনিংস। কিন্তু খুশদিল শাহ (৩২), সালমান আগা (১৮) ও জাহানদাদ খান (১৭) ছাড়া পাকিস্তানের আর কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।

পাকিস্তানের আজকের সংগ্রহ ছিল তাদের টি-টোয়েন্টি ইতিহাসের পঞ্চম সর্বনিম্ন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে কম। শুরুটা ছিল ভয়াবহ—রানের খাতা খোলার আগেই হারায় দুই ওপেনার মোহাম্মদ হারিস (০) ও হাসান নেওয়াজ (০)। দলীয় স্কোর মাত্র ১ থাকতেই আউট হন ইরফান খান। এই সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরা নিয়ে বিতর্কিত ছিলেন অলরাউন্ডার শাদাব খান। তবে প্রত্যাবর্তনটা ভালো হলো না, মাত্র ৩ রান করেই বিদায় নেন দলীয় ১১ রানের সময়।

পাকিস্তানকে বিপদ থেকে উদ্ধার করার আশায় লড়াই করেন সালমান আগা ও খুশদিল। তবে তাদের জুটির স্থায়িত্ব বেশি হয়নি, ৪৬ রানেই থামে এই পার্টনারশিপ। ২০ বলে ১৮ রান করে আউট হন অধিনায়ক সালমান। অন্যদিকে ভালো কিছুর ইঙ্গিত দিয়েও খুশদিল থামেন ৩০ বলে ৩২ রানে।

শেষদিকে জাহানদাদ ১৭ রান করলে পাকিস্তান দলীয় শতক পেরোতে পারে বলে মনে হচ্ছিল। তবে সেটিও সম্ভব হয়নি। ১৮.৪ ওভারে মাত্র ৯১ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান।

টি-টোয়েন্টিতে অবশ্য এরচেয়েও কম রানে অলআউটের রেকর্ড ছিল পাকিস্তানের। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা সর্বনিম্ন ৭৪ রানে গুটিয়ে গিয়েছিল।

ইউএ / টিডিএস

You may also like