১৭ বছরে আইপিএলে একবারও প্রয়োগ হয়নি যে নিয়ম

স্পোর্টস ডেস্ক

১৭ বছরে একবারের জন্যও কোনো দল আইপিএলের সেই নিয়ম ব্যবহার করেনি।

আইপিএলের সেই নিয়মটি হল, ‘আংশিক সময়ের জন্য পরিবর্তিত ক্রিকেটার’ নেওয়া। অর্থাৎ আইপিএলের ‘রেজিস্টার্ড প্লেয়ার পুল’ বা আরপিপি থেকে কোনো ক্রিকেটারকে যে কোনো সময় নেওয়া যাবে। তবে আসরের নির্দিষ্ট কিছুটা সময়ই তিনি খেলতে পারবেন। তার পর সেই ক্রিকেটারকে ছেড়ে দিতে হবে।

যেমন কোনো আসরের দুই ম্যাচ শেষ হওয়ার পর যদি কোনো দলের সব উইকেটরক্ষক চোট পান তাহলে পরবর্তী ম্যাচের জন্য তারা আরপিপি (অতিরিক্ত খেলোয়াড়ের তালিকা) থেকে একজন উইকেটরক্ষক অন্তর্ভুক্ত করতে পারে। দলের অন্তত একজন উইকেটরক্ষক সুস্থ না হওয়া পর্যন্ত সেই বদলি উইকেটরক্ষক খেলতে পারবেন।

এই নিয়মের আওতায় একজন বদলি উইকেটরক্ষক একটি বা দুটি ম্যাচ খেলতে পারেন। আবার প্রয়োজন হলে দশটি ম্যাচও খেলতে পারেন। তবে একবার অন্তর্ভুক্ত হওয়ার পর তিনি পুরো আসরের জন্য দলের স্থায়ী সদস্য হতে পারবেন না।

বিসিসিআই আবারও সব দলকে এই নিয়ম সম্পর্কে অবহিত করেছে। একই সঙ্গে এবারের আসরের জন্য নির্ধারিত আরপিপি তালিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে। দলগুলোকে জানানো হয়েছে, আরপিপি থেকে কোনো ক্রিকেটার অন্তর্ভুক্ত করতে হলে আগে বোর্ডের অনুমতি নিতে হবে। অনুমোদন পেলেই কেবল পছন্দের ক্রিকেটার দলে অন্তর্ভুক্ত করা যাবে।

ইউএ / টিডিএস

You may also like