নেইমারের ব্রাজিল দলে প্রত্যাবর্তনের স্বপ্ন আবারও ভেস্তে গেল।
বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ফেরার সুযোগ পেলেও উরুর চোটের কারণে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেলেন এই সান্তোস তারকা।
এই মাসের শুরুতে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র নেইমারকে দলে অন্তর্ভুক্ত করে সবাইকে চমকে দিয়েছিলেন। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড আল-হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে দুর্দান্ত ছন্দে ছিলেন। মাত্র ৭ ম্যাচে ৩ গোল ও ৩ অ্যাসিস্ট করে ইউরোপিয়ান ক্লাবগুলোর নজর কাড়েন তিনি। এমনকি বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার গুঞ্জনও ছড়ায়। তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, নেইমার এখনও শারীরিকভাবে সম্পূর্ণ ফিট নন এবং তার উরুর চোট পুরোপুরি না সারায় তাকে শেষ মুহূর্তে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
শুধু নেইমারই নন আরও দুই খেলোয়াড় চোটের কারণে ব্রাজিল দলে থাকতে পারছেন না—ফ্লামেঙ্গোর ডান-ব্যাক দানিলো ও ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন। তাদের বদলে দলে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের ১৭ বছর বয়সী স্ট্রাইকার এন্দ্রিক, ফ্লামেঙ্গোর ফুলব্যাক অ্যালেক্স সান্দ্রো এবং লিওঁর গোলরক্ষক লুকাস পেরি।
নেইমার আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা, যার অভিজ্ঞতা ও সৃজনশীলতা দলে বিশেষ ভূমিকা রাখে। তবে সাম্প্রতিক বছরগুলোতে চোটের কারণে তিনি বারবার ভুগেছেন। সামনে ব্রাজিলের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, যেখানে তাদের মুখোমুখি হতে হবে কলম্বিয়া ও আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের। নেইমারের অনুপস্থিতি সেলেসাওদের জন্য বড় ধাক্কা হতে পারে।
ভক্তদের জন্য এটি হতাশার খবর হলেও সান্তোসে তার সাম্প্রতিক পারফরম্যান্স আশা জাগাচ্ছে। তিনি যদি ফিটনেস ফিরে পান তাহলে খুব শিগগিরই তাকে আবার জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে!
ইউএ / টিডিএস