পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে স্বল্প সময়ের জন্য কাজ করেছেন এবং তার কাজের প্রতি বিসিবির সন্তুষ্টি ছিল। এর ফলে, এবার দুই বছরের জন্য মুশতাকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বিসিবি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
বিসিবি কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন, মুশতাক আহমেদের চুক্তির মেয়াদ দুই বছরের জন্য বাড়ানো হতে পারে এবং তিনি একই ভূমিকা পালন করবেন। এ ব্যাপারে দ্রুতই তার সঙ্গে চুক্তি সম্পন্ন হবে।
বিসিবির এক শীর্ষ কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, তারা আশা করছেন মুশতাক বোর্ডের সঙ্গে জাতীয় দলের বাইরে আলাদাভাবে বছরে ১৩০ দিন কাজ করবেন।
তিনি আরও বলেন, ‘তিনি (মুশতাক) বোর্ডের স্পিন পরামর্শক হিসেবে কাজ করবেন। তিনি কেবল জাতীয় দলের সঙ্গেই কাজ করবেন না, বরং আমরা চাই যে তিনি আমাদের স্পিনারদের যেমন হাই পারফরম্যান্স ইউনিট এবং অন্যান্য প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রেও দিকনির্দেশনা দিক।’