ছয় মাস পর এমবাপ্পে আবার ফ্রান্স দলে

স্পোর্টস ডেস্ক

ছয় মাসের বিরতির পর আবারও ফ্রান্স জাতীয় দলে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। আসন্ন উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ২০ ও ২৩ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচগুলোর জন্য তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন কোচ দিদিয়ের দেশম। এমবাপ্পে অধিনায়ক হিসেবে আগের মতোই দায়িত্ব পালন করবেন, এ বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই। দেশম স্পষ্ট জানিয়েছেন, “আমি ওর সঙ্গে কথা বলেছি। এমবাপ্পেই অধিনায়ক থাকবে।”

গত নভেম্বরে ইসরায়েল ও ইতালির বিপক্ষে ম্যাচে ক্লান্তির কারণে তাকে দলে রাখা হয়নি। তবে ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা চালিয়ে যান এমবাপ্পে। ফ্রান্সের হয়ে সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামেন তিনি। এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৪৮, যা ফ্রান্সের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। তার আগে আছেন থিয়েরি অঁরি (৫১) ও অলিভিয়ে জিরু (৫৭)।

এবারের স্কোয়াডে ফিরে এসেছেন চোট কাটিয়ে ওঠা মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি এবং পিএসজির উইঙ্গার উসমান দেম্বেলেও দলে আছেন। নতুন মুখ হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন তরুণ স্ট্রাইকার দেজিরে দোউ, যিনি সম্প্রতি লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছেন।

প্রথম ম্যাচটি হবে ২১ মার্চ, ক্রোয়েশিয়ার স্প্লিট শহরে, এবং ফিরতি ম্যাচ ২৩ মার্চ প্যারিসের স্তাদ দে ফ্রান্সে অনুষ্ঠিত হবে।

ফ্রান্স স্কোয়াড:

গোলরক্ষক: মাইক মেনিয়ান, লুকাস শেভালিয়ার, ব্রাইস সাম্বা
ডিফেন্ডার: জনাথন ক্লস, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, ইব্রাহিমা কোনাতে, দায়োত উপামেকানো, বেঞ্জামিন পাভার্ড, থিও হার্নান্দেজ, লুকাস দিগনে
মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, অরেলিয়েন চুয়ামেনি, মাতেও গুয়েন্দুজি, মানু কোনে, আদ্রিয়েন রাবিও, ওয়ারেন জাইরে-এমেরি
ফরোয়ার্ড: দেজিরে দোউ, ব্রাডলি বারকোলা, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, রঁদাল কোলো মুয়ানি, মাইকেল অলিস, মার্কাস থুরাম

You may also like