মাহমুদউল্লাহ রিয়াদ মাঠ থেকে বিদায় নেননি, তবে গত রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি বাংলাদেশ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারকে আজ বিশেষ সম্মান জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
আইসিসি ইভেন্টে মাহমুদউল্লাহর ‘লাভ স্টোরি’ সবারই জানা। তার ওয়ানডে ক্যারিয়ারের চারটি সেঞ্চুরিই তিনি করেছেন আইসিসি ইভেন্টে। ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি তাকে সম্মান জানিয়ে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করার পর তার উদযাপন এবং গ্যালারিতে উড়ন্ত চুমু ছোড়ার দৃশ্য দেখানো হয়েছে। আইসিসি ক্যাপশন দিয়েছে, “বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলা মাহমুদউল্লাহর কাছে বিশেষ কিছু।”
২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি ছিল মাহমুদউল্লাহর প্রথম ওয়ানডে সেঞ্চুরি। সেই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরিটি করার মাধ্যমে তিনি ওয়ানডেতে টানা দুই ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়েন। পরবর্তীতে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও তিনি একটি করে সেঞ্চুরি করেছেন। তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটি ছিল এ বছরের ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে তিনি ১১ বলে ৪ রান করেছিলেন।
মাহমুদউল্লাহ ৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে ও ১৪১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, মোট ৪৩০ আন্তর্জাতিক ম্যাচে ১১,০৪৭ রান করেছেন। তার গড় ছিল ৩১.৮৩। ৯ সেঞ্চুরি ও ৫৬ ফিফটির পাশাপাশি তার ক্যারিয়ারে রয়েছে অসংখ্য স্মৃতি।
মাহমুদউল্লাহর অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুমিনুল হক নিজের ফেসবুক পেজে লিখেছেন, “একটি যুগের শেষ। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা মাহমুদউল্লাহ রিয়াদ ভাইকে অন্তরের অন্তঃস্থল থেকে বিদায় জানাচ্ছি। চাপের মধ্যে ঠান্ডা মাথায় ম্যাচ জিতে আপনি লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছেন। বাংলাদেশ ক্রিকেটে আপনার অবদান আজীবন মনে রাখা হবে এবং আপনার উত্তরাধিকারী ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। অসংখ্য স্মৃতি, নিষ্ঠা ও নেতৃত্বের জন্য ধন্যবাদ। আপনি সবসময়ই কিংবদন্তি হয়ে থাকবেন।”