পিসিবির সিদ্ধান্তে ক্রিকেটারদের ৯০% ম্যাচ ফি কর্তন

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের পর আর্থিক সংকটে পড়েছে। তারা এই টুর্নামেন্টের বেশ কিছু ম্যাচ দুবাইতে আয়োজন করেছিল, যেখানে সেমিফাইনাল ও ফাইনালসহ গুরুত্বপূর্ণ ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু ‘‘অর্ধেক’’ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করতে গিয়ে পিসিবি প্রচুর অর্থ ব্যয় করে, যা তাদের জন্য আর্থিক চাপের সৃষ্টি করেছে।

এই সংকটের কারণে পিসিবি ঘরোয়া ন্যাশনাল টি-২০ কাপের ম্যাচ ফি ৯০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। জিও নিউজের রিপোর্ট অনুযায়ী, ম্যাচ প্রতি ৪০ হাজার পাকিস্তানি রুপি ফি পাওয়া ক্রিকেটাররা এবার পাবেন মাত্র ১০ হাজার রুপি, আর রিজার্ভ ক্রিকেটারদের জন্য এই পরিমাণ হবে ৫ হাজার রুপি।

পাকিস্তান ১৬ মার্চ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ খেলবে এবং ১৪ মার্চ থেকে শুরু হওয়া টি-২০ কাপে তাদের জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা খেলবেন বলে জানা গিয়েছিল। এর মধ্যে বাবর আজম, নাসিম শাহদের খেলার কথা ছিল, কিন্তু পারিশ্রমিক কম হওয়ার কারণে তারা এই টুর্নামেন্টে অংশ নেবেন না বলে পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে।

পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য তিনটি স্টেডিয়ামে সংস্কার ও উন্নয়ন কাজ করেছে, কিন্তু দর্শক সেভাবে না আসা, ভালো স্পন্সরশিপ না পাওয়া এবং দলের খারাপ পারফরম্যান্সের কারণে পিসিবি প্রত্যাশিত আয় করতে পারেনি, যার ফলে তারা আর্থিকভাবে সংকটে পড়েছে।

You may also like