দলের বিদায়ের দিনেও ৬টি শট সেভ করে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন অ্যালিসন বেকার।
আরও একবার পেনাল্টি শ্যুটআউটে দলের হার দেখলেন অ্যালিসন বেকার। ২০২২ সালে চেলসির বিপক্ষে এফএ কাপ ফাইনালের পর থেকে আর কখনই টাইব্রেকারে জয় পায়নি এই ব্রাজিলিয়ান গোলরক্ষক। বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হলেও স্নায়ুচাপের এই লড়াইয়ে কিছুটা পিছিয়ে থাকছেন অ্যালিসন।
চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে লিভারপুলের দুই তারকা ডারউইন নুনিয়েজ এবং কার্টিস জোন্সের দায় ছিল অনেকখানি। কারণ তারা স্পটকিকে ব্যর্থ হয়েছেন। ঘরের মাঠে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে লিভারপুলের বিদায় নিশ্চিত হয়েছে।
দলের বিদায়ের দিনেও চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন অ্যালিসন বেকার। দুই লেগ মিলিয়ে তিনি ১৬টি শট সেভ করেছেন যা ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ রেকর্ড। নকআউট পর্বের দুই লেগ মিলিয়ে পেনাল্টি শ্যুটআউট বাদ দিয়ে এরচে বেশি শট ঠেকানোর নজির আর নেই।
সমানসংখ্যক শট ঠেকিয়েছিলেন বায়ার্ন মিউনিখের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ২০১৬-১৭ মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে ১৬ শট ফিরিয়ে দিয়েছিলেন জার্মানির এই গোলরক্ষক।
দুই লেগে দারুণ খেললেও লিভারপুলকে কোয়ার্টারে নিতে পারেননি অ্যালিসন। শেষদিকে পেনাল্টিতে নায়ক বনে যান জিয়ানলুইজি ডোনারুম্মা। টাইব্রেকারে পিএসজির হয়ে শট নিয়েছেন ভিতিনিয়া, গনসালো রামোস, ডেম্বেলে এবং দিসায়ার দুয়ে। আর ডোনারুম্মা একাই ঠেকিয়ে দেন ডারউইন নুনিয়েজ এবং কার্টিস জোন্সের শট। ৪-১ ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টারে নিজেদের জায়গা নিশ্চিত করে প্যারিসিয়ানরা।
ইউএ / টিডিএস