পারিবারিক কারণেই ব্যাটিং কোচ দায়িত্ব থেকে নাম প্রত্যাহার করেছেন মোহাম্মদ ইউসুফ।
বুধবার (১২ মার্চ) নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে পাকিস্তান ক্রিকেট দল। আগামী ১৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজ খেলবে পাকিস্তান।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বরাতে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, সাবেক অধিনায়ক ও নতুন ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ আসন্ন নিউজিল্যান্ড সফর থেকে নাম প্রত্যাহার করেছেন। পিসিবির তথ্য অনুযায়ী, ইউসুফ কন্যা সন্তানের অসুস্থতার কারণে সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এ বিষয়ে বোর্ডকে ইতিমধ্যে জানিয়েছেন। তবে তার অনুপস্থিতিতে পাকিস্তানের ব্যাটিং কোচ বা পরামর্শক হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হবে কি না সে বিষয়ে এখনও কোনো ঘোষণা আসেনি।
সফরটি শুরু হবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। যেখানে দলকে নেতৃত্ব দেবেন সালমান আলি আগার। এরপর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কের দায়িত্ব নেবেন মোহাম্মদ রিজওয়ান।
ইউএ / টিডিএস