হোম-অ্যাওয়ের পরিবর্তে সেন্ট্রাল ভেন্যুর প্রস্তাব

স্পোর্টস ডেস্ক

দুই মাসের ব্যবধানে সিদ্ধান্ত থেকে সরে এসেছে সাফ।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সভায় হোম অর অ্যাওয়ের পরিবর্তে বিগত সময়ের মতো সেন্ট্রাল ভেন্যুতে আয়োজনের প্রস্তাব এসেছে।দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন গত ৮ জানুয়ারি এক সভায় আসন্ন সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট হোম অর অ্যাওয়ে ভিত্তিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল।

সাফ চ্যাম্পিয়নশিপের সম্ভাব্য সময়সূচি জুনের শেষ সপ্তাহ থেকে জুলাইয়ের মাঝামাঝি নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাফ সভাপতি কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায়। সাফের সাতটি সদস্য দেশের মধ্যে পাকিস্তান ও মালদ্বীপে নির্বাচিত ফুটবল কমিটি নেই, আর বাকি দেশগুলোর ক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতি, ভিসা সমস্যাসহ বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। প্রায় দুই ঘণ্টার এই সভায় এসব বিষয় পর্যালোচনা করে একক কোনো দেশে প্রতিযোগিতাটি আয়োজনের পরিকল্পনা গৃহীত হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সাফের মার্কেটিং পার্টনার স্পোর্টস ফাইভের অনুমোদনের ওপর নির্ভর করছে।

এর আগে সাফ ও স্পোর্টস ফাইভের মধ্যে টুর্নামেন্টটি হোম অর অ্যাওয়ে পদ্ধতিতে আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছিল। তবে সাফ এখন কেন্দ্রীয় ভেন্যুতে প্রতিযোগিতা আয়োজনের দিকে ঝুঁকছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত স্পোর্টস ফাইভের ওপর নির্ভর করছে। তারা সামগ্রিক বিষয় পর্যালোচনা করে এই মাসের শেষদিকে তাদের সিদ্ধান্ত জানাতে পারে।

সাফ অ-১৯ টুর্নামেন্টের গ্রুপিং :

গ্রুপ এ– মালদ্বীপ, ভুটান ও বাংলাদেশ
গ্রুপ বি– ভারত, নেপাল ও শ্রীলঙ্কা

ইউএ / টিডিএস

You may also like