‘আমরা কি আয়োজক?’ ওয়াসিমের প্রশ্ন

স্পোর্টস ডেস্ক

ট্রফি বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো প্রতিনিধি না দেখে বিস্ময় প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।

সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক কে—পাকিস্তান না ভারত? চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের আধিপত্য ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে এই প্রশ্নটি তুলেছেন তিনি।

টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই পাকিস্তান একক আয়োজক হিসেবে ঠিক থাকলেও শেষ মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের অংশগ্রহণের কারণে পরিস্থিতি বদলে যায়। ভারত জানিয়ে দেয় পাকিস্তানে খেলতে যাবে না তারা এবং শেষ পর্যন্ত আইসিসির বাধ্যবাধকতায় পাকিস্তান সেই শর্ত মানতে বাধ্য হয়। ভারত নিজেদের ম্যাচগুলো দুবাইয়ে খেলতে পারে।

এই সিদ্ধান্তের ফলে অন্যান্য দলগুলোকে পাকিস্তান ও দুবাই সফর করতে হয়েছিল। যা নিয়ে কিছু সমালোচনা উঠেছে। তবে সবচেয়ে বড় বিতর্ক সৃষ্টি হয়েছে শিরোপা নির্ধারণী মঞ্চে। যেখানে আয়োজক দেশ পাকিস্তানের কোনো প্রতিনিধি ছিল না। অথচ ভারত থেকে তিনজন উপস্থিত ছিলেন। এই বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

বিষয়টিকে অদ্ভুত লেগেছে জানিয়ে ওয়াসিম বলেন, ‘আমি যা জেনেছি চেয়ারম্যান অসুস্থ ছিলেন না। এছাড়াও ফাইনালে উপস্থিত ছিলেন পিসিবির কর্মকর্তা সুমাইর আহমেদ এবং উসমান ওয়াহলা। এই দুজন সেখানে ছিলেন তবুও তাদের কেউই মঞ্চে উপস্থিত হননি।’

ওয়াসিম আরও বলেন, ‘এখন প্রশ্ন হল আমরা কি আয়োজক ছিলাম না? এটা কীভাবে সম্ভব যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিওও বা চেয়ারম্যানের প্রতিনিধিত্বকারী কোনও কর্মকর্তাও মঞ্চে ছিলেন না? তাকে কি আমন্ত্রণ জানানো হয়নি? আমি পুরো ঘটনাটি জানি না তবে দেখার সময় এটি অবশ্যই আমার কাছে অদ্ভুত লেগেছিল। মঞ্চে একজন পাকিস্তানি প্রতিনিধি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যদিও তারা কাপ বা পদক নাও দিত তবুও কারো না কারো তো সেখানে থাকা উচিত ছিল।’

ইউএ / টিডিএস

You may also like