চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে ভারত। এই জয়ের মাধ্যমে গত ১৫ বছরে চতুর্থবারের মতো আইসিসি শিরোপা নিজেদের করে নিলো মেন ইন ব্লু’রা। আর ভারত আগামী ৮ বছর বিশ্ব ক্রিকেটে আধিপত্য বজায় রাখতে প্রস্তুত, এমনটাই মনে করেন দলের তারকা ব্যাটার বিরাট কোহলি।
কোহলির জাতীয় দলের ক্যারিয়ার দীর্ঘ ১৭ বছরের। এখন ক্যারিয়ারের শেষদিকে এসে সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। তবে ভারতের নতুন প্রজন্মের খেলোয়াড়রা, যেমন শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুলদের পারফরম্যান্সে খুশি কোহলি।
ভারত আগামী ৮ বছর বিশ্ব ক্রিকেটে দাপট বজায় রাখতে প্রস্তুত, এমন বিশ্বাস পোষণ করেন কোহলি। তিনি বলেন, ‘চলে যাওয়ার আগে দলকে সবাই আরও ভালো অবস্থানে রেখে যেতে চায়। আমার মনে হয়, আমাদের এমন একটি স্কোয়াড আছে তাতে আগামী ৮ থেকে ১০ বছর ক্রিকেট শাসন করার জন্য আমরা তৈরি।’
শিরোপা জয়ের প্রতিক্রিয়ায় কোহলি বলেন, ‘কঠিন অস্ট্রেলিয়া সফর শেষে আমরা চেয়েছিলাম বাউন্স ব্যাক করতে। আমরা চেয়েছিলাম বড় টুর্নামেন্ট জিততে শেষ পর্যন্ত আমরা সেটা করতে পেরেছি। ড্রেসিংরুমে এখন অনেক প্রতিভাবান ক্রিকেটার। তারা ম্যাচ এগিয়ে নিয়ে যেতে চাইছে। আমরা (সিনিয়ররা) তাদের সাহায্য করতে পেরেই অনেক খুশি। অভিজ্ঞতা বিনিময় করছি এবং এটাই ভারত দলকে এতটা শক্তিশালী বানিয়েছে।’