ভারতীয় পেসার মোহাম্মদ শামি জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ চলাকালীন রমজানে রোজা রাখা তার পক্ষে সম্ভব হয়নি। তবে পরে তিনি কাজা রোজা রাখবেন। দেশের হয়ে খেলা তার সর্বোচ্চ অগ্রাধিকার বলেও উল্লেখ করেছেন এই ডানহাতি পেসার।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালের আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে শামি বলেন, “রমজানে খেলা কঠিন। তবে ভারতের প্রতিনিধিত্ব করাই আমার প্রথম দায়িত্ব। পরে আমি রোজাগুলো কাজা করব।”
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেছেন অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল, আর বল হাতে কার্যকর ভূমিকা রেখেছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। শামি নিজেও ফাইনালে ১ উইকেট নেন। তবে সেমিফাইনালে তার পারফরম্যান্স ছিল আরও নজরকাড়া— যেখানে তিনি তিনটি অস্ট্রেলিয়ান উইকেট শিকার করে দলকে ফাইনালে পৌঁছে দিতে বড় অবদান রাখেন।
রোহিত শর্মার নেতৃত্বে টুর্নামেন্টজুড়ে দাপট দেখিয়েছে ভারত। একটিও ম্যাচ না হেরে অপরাজিতভাবে শিরোপা জিতেছে তারা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো।
ইউএ / টিডিএস