আইসিসির স্বীকৃত টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৯টি ফাইনাল খেলার কীর্তি এখন তাদের দখলে।
রবিবার (৯ মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাঠে নামার সঙ্গে সঙ্গেই তারা পেছনে ফেলেছেন ভারতেরই আরেক কিংবদন্তি যুবরাজ সিংকে। যিনি খেলেছেন ৮টি ফাইনাল।
রোহিত শর্মা ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ফাইনালে খেলেছিলেন। এরপর ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে খেলেন বিরাট কোহলি। এর পর একে একে তারা অংশ নিয়েছেন—২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে শিরোপা জেতেন তারা, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ২০২৩ ও ২০২৫ সালের মধ্যে আরও ৪টি আইসিসি ফাইনালে।
বিশ্বমঞ্চে সর্বাধিক ফাইনাল খেলা ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন যুবরাজ সিং ও রবীন্দ্র জাদেজা, যারা ৮টি ফাইনালে অংশ নিয়েছেন। তাদের পরেই আছেন শ্রীলঙ্কার দুই কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে, যারা খেলেছেন ৭টি ফাইনাল।
প্রায় দেড় দশক ধরে ভারতীয় ক্রিকেটে অন্যতম ভরসার নাম রোহিত শর্মা ও বিরাট কোহলি। একসাথে তারা বহু স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন এবং জয় করেছেন বিশ্বকাপসহ অনেক শিরোপা।
ইউএ / টিডিএস