টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করার দিনে চ্যাম্পিয়ন হিসেবে মোটা অঙ্কের প্রাইজমানি পেয়েছে ভারত।
রবিবার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। টানা তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে এবার দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করল দলটি। এটি ভারতের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ভারত এখন সবচেয়ে সফল দল।
পূর্ব ঘোষণা অনুযায়ী, মিনি বিশ্বকাপখ্যাত চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়নরা পেয়েছে ২২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৭ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা। রানার্সআপ হওয়া কিউইরা পেয়েছে ১১ লাখ ২০ হাজার মার্কিন ডলার বা প্রায় ১৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা।
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আগেই ঘোষণা করেছিল যে, এবারের প্রাইজমানির পরিমাণ বাড়ানো হবে। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছিল এবং ৮ বছর পর অনুষ্ঠিত আসরে আইসসি প্রাইজমানি ৫৩ শতাংশ বৃদ্ধি করেছে।
সেমিফাইনাল থেকে বাদ পড়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা, দুটি দলই পেয়েছে ৫ লাখ ৬০ হাজার ডলার করে প্রাইজমানি। পঞ্চম এবং ষষ্ঠ স্থান অধিকারী দলগুলো ৩ লাখ ৫০ হাজার ডলার করে পেয়েছে। সপ্তম ও অষ্টম স্থানে থাকা দলগুলো ১ লাখ ৪০ হাজার ডলার করে প্রাইজমানি পেয়েছে। এছাড়া অংশগ্রহণকারী ৮টি দলের প্রত্যেককে ১ লাখ ২৫ হাজার ডলার করে দেয়া হয়েছে।
ইউএ / টিডিএস