গাভাস্কারকে সতর্ক করে হুঁশিয়ারি ইনজামামের

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান ভারতের ‘বি’ দলকেও হারাতে পারবে না গাভাস্কারের এই মন্তব্যে সতর্ক করে ইনজামামের হুঁশিয়ারি, ‘বুঝেশুনে কথা বলুন’।

দুই দলের অতীত পরিসংখ্যান দেখে গাভাস্কারকে মুখে লাগাম টানতে বলেছেন ইনজামাম। পরিসংখ্যান অনুযায়ী, পাকিস্তান এগিয়ে। দুই দলের ১৩৬টি মুখোমুখি ম্যাচের মধ্যে ভারতের ৫৮ জয় আর পাকিস্তানের ৭৩ জয় রয়েছে। ইনজামাম সেটি গাভাস্কারকে মনে করিয়ে দিয়েছেন।

এর আগে গাভাস্কার পাকিস্তান দল নিয়ে বলেছিলেন, ‘আমি মনে করি (ভারতের) বি-টিমকে নিশ্চিতভাবেই হারানো কঠিন হবে এই দলটার পক্ষে। সি-টিমকে নিয়ে ততটা নিশ্চিত নই, তবে পাকিস্তানের বর্তমান ফর্মের দিকে তাকালে বি-টিমের সঙ্গে টক্কর দেওয়া সহজ হবে না তাদের।’

ইনজামাম বলেন, ‘গাভাস্কারের পরিসংখ্যানের দিকে তাকানো উচিত। উনি সিনিয়র মানুষ। আমরা ওনাকে সম্মান করি। তবে অন্য কারও দেশ নিয়ে কথা বলতে গেলে, বুঝেশুনে বলাই উচিত। আপনার দল ভালো খেলেছে। নিজের দলের প্রশংসা করার অধিকার রয়েছে আপনার। তবে অন্য দলকে নিয়ে এ ধরনের মন্তব্য কি যথাযথ? নিজের শব্দচয়নে সতর্ক হোন। আমি একটু কঠোরভাবেই কথাগুলো বলছি।’

ইউএ / টিডিএস

You may also like