চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের পাঁচ ম্যাচের জয়যাত্রা অব্যাহত। আজ যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে, তবে এক বছরেরও কম সময়ে টানা দুটি আইসিসি শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করবে রোহিত শর্মার দল। গত বছর তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কোচ গৌতম গম্ভীর কোন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে চাইবেন না, তাই একাদশে পরিবর্তনের সম্ভাবনা অনেক কম।
অন্যদিকে, নিউজিল্যান্ডের একমাত্র ওয়ানডে শিরোপাটি ২০০০ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসেছিল। এরপর তারা ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠলেও গত ২৫ বছরে আর কোনো বৈশ্বিক সাফল্য পায়নি। এবার সেই শিরোপাখরা ঘুচাতে মরিয়া মিচেল স্যান্টনার এবং তার দল।
তবে নিউজিল্যান্ড শিবিরে কিছুটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ম্যাট হেনরি। আসরের সর্বোচ্চ উইকেটশিকারি এই কিউই পেসার সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন। এখন চলুন দেখে নেওয়া যাক, দুই দলের একাদশে কারা থাকতে পারেন।
ফাইনালে ভারতের ইনিংস শুরু করবেন রোহিত শর্মা ও শুভমান গিল। তিন নম্বরে বিরাট কোহলি নিশ্চিত, যিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ ফর্মে রয়েছেন। এরপর শ্রেয়স আয়ারকে দেখা যেতে পারে। এক দিনের ক্রিকেটে তার জায়গা এখন পাকা। পাঁচ নম্বরে আসবেন অক্ষর প্যাটেল এবং তার পরের নম্বরে লোকেশ রাহুল। উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন রাহুল, তার খেলা নিয়ে কোনো সন্দেহ নেই।
ভারতের ব্যাটিং অর্ডারের সাত ও আট নম্বরে থাকবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। শেষ তিনটি জায়গায় বিশেষজ্ঞ বোলাররা— মোহাম্মদ শামি, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী। বরুণকে শেষ মুহূর্তে দলে নেয়া হয় এবং গত দুটো ম্যাচে তার পারফরম্যান্স যথেষ্ট ভালো। দুবাইয়ের স্পিন সহায়ক পিচে চার স্পিনার নিয়েই খেলবে ভারত।
নিউজিল্যান্ডের প্রথম একাদশে একটি পরিবর্তন হতে পারে। যদি ম্যাট হেনরি খেলতে না পারেন, তবে মার্ক চাপম্যান প্রথম একাদশে আসতে পারেন। দুবাইয়ের পিচে তার স্পিন কার্যকর হতে পারে এবং উইল ও’রোর্কের পরিবর্তে তাকে বিবেচনা করা হতে পারে। তবে অন্য কোনো পরিবর্তনের সম্ভাবনা খুব কম।
আইসিসি টুর্নামেন্টে দারুণ ফর্মে আছেন রাচিন রবীন্দ্র। গ্রুপ পর্বে বাংলাদেশ এবং সেমিফাইনালে শতক হাঁকিয়েছেন। সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসনও চোট কাটিয়ে ফর্মে ফিরেছেন এবং সর্বশেষ ম্যাচে শতরান করেছেন।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, মার্ক চাপম্যান, টম লাথাম, গ্লেন ফিলিপ্স, মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, ম্যাট হেনরি ও কাইল জেমিসন।
সুপ্তি / টিডিএস