ফাইনালে দুই প্রভাবশালীর মুখোমুখি টক্কর

স্পোর্টস ডেস্ক

তাদের ট্রফির সংখ্যা হয়তো কম, তাই ‘ফেভারিট’ তালিকায় তাদের নাম তেমন উঠে না। নকআউট পর্বের স্নায়ুচাপের কারণে মাঝে মাঝে নিজেদের পারফরম্যান্সের সর্বোচ্চটা দিতে পারেনি। তবে রেকর্ড বলছে, ২০১১ সাল থেকে এখন পর্যন্ত আইসিসির ১৪টি ইভেন্টের মধ্যে নিউজিল্যান্ড ৮টিতে নকআউট পর্বে পৌঁছেছে। ভারত ও অস্ট্রেলিয়ার পর তারা আইসিসি টুর্নামেন্টে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুবাইয়ের মরুতে তারা ভারতের সাথে সমান শক্তি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।

ধারাবাহিকতা এবং সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকালে, দুই দলই সমান শক্তিশালী। অবশ্য, ভারতকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে, কারণ তারা দুবাইয়ের এক ভেন্যুতে খেলে। তবুও, গত দেড় দশকে ভারত বিভিন্ন দেশে গিয়ে দাপট দেখিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সালের পর সাদা বলের ফরম্যাটে ভারত ৮৬টি ম্যাচ খেলে ৭০টি জয় পেয়েছে। অন্যদিকে, অস্ট্রেলিয়া ৭৭ ম্যাচে ৪৯টি এবং নিউজিল্যান্ড ৭৭ ম্যাচে ৪৫টি জয় পেয়েছে। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে, এই তিন দল ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। দক্ষিণ আফ্রিকা ৭৭ ম্যাচে ৪৫টি এবং ইংল্যান্ড ৮০ ম্যাচে ৪১টি ম্যাচ জিতেছে।

নকআউট পর্বে ভারত ও নিউজিল্যান্ডের রেকর্ড অত্যন্ত শক্তিশালী। গত ১৪ বছরে ১৪টি আসরের মধ্যে ১২টি আসরে ভারত নকআউট পর্বে পৌঁছেছে। চারবার সেমিফাইনালে হারলেও তারা পাঁচবার রানার্সআপ এবং তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। নিউজিল্যান্ডও পিছিয়ে নেই, তারা ৮টি নকআউট পর্বে গিয়ে চারবার সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে, তিনবার রানার্সআপ এবং একবার ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে।

এই তালিকায় ভারতের পরেই নিউজিল্যান্ডের অবস্থান। ধারাবাহিক সাফল্যের দিক থেকে তৃতীয় স্থানে ইংল্যান্ড, যারা সাতবার নকআউট পর্বে গেছে, দু’বার চ্যাম্পিয়ন এবং দু’বার রানার্সআপ হয়েছে।

মজার ব্যাপার হলো, গত ১৪টি আইসিসি ইভেন্টে অস্ট্রেলিয়া মাত্র ৬ বার নকআউট পর্বে উঠেছে, তবে সেই ৬ বার তারা চারবার চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে কখনো হারেনি তারা, সেমিফাইনালে মাত্র দু’বার হারতে হয়েছে। অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান পাঁচবার করে নকআউট পর্বে পৌঁছেছে। পাকিস্তান একবার চ্যাম্পিয়ন এবং একবার রানার্সআপ হয়ে তিনবার সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। দক্ষিণ আফ্রিকা একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি, তারা সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে চারবার।

গ্রুপ পর্বের ধারাবাহিকতা নিয়েও ভারতের রেকর্ড অসাধারণ। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ী ভারত ২০১১ থেকে সাদা বলের ফরম্যাটে মোট ৩৮টি গ্রুপ পর্বের ম্যাচ খেলেছে, যার মধ্যে মাত্র ৩টি ম্যাচে তারা হেরেছে। নিউজিল্যান্ডও ২০১৫ বিশ্বকাপ এবং ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে একটিও ম্যাচ হারেনি।

সুপ্তি / টিডিএস

You may also like