সেমি-ফ্রেশ উইকেটে হবে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল

স্পোর্টস ডেস্ক

হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তাদের সব ম্যাচ খেলছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, এবং ফাইনালও অনুষ্ঠিত হবে এই ভেন্যুতে। নিউজিল্যান্ড এই মাঠে একটি ম্যাচ খেলেছে। দুই দলের জন্য সমান সুবিধা নিশ্চিত করতে আইসিসি নতুন উইকেট ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী রোববার শিরোপার লড়াইয়ে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। ফাইনালের জন্য এমন একটি উইকেট ব্যবহার করা হবে, যা কিছুটা সতেজ থাকবে। ভারতের প্রথম চারটি ম্যাচ ভিন্ন ভিন্ন উইকেটে হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ফাইনালটি হবে সেই একই উইকেটে, যেখানে ভারত ও পাকিস্তানের গ্রুপ ম্যাচটি হয়েছিল ২৩ ফেব্রুয়ারি, প্রায় দুই সপ্তাহ আগে। এই সময়ে পিচ বিশ্রাম পেয়েছে, ফলে তা অনেকটাই সতেজ হয়ে যাবে।

পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচে ভারত ৬ উইকেটে জয়ী হয়েছিল। পাকিস্তান আগে ব্যাট করে ৪৯.৪ ওভারে ২৪১ রানে অলআউট হয়ে যায়। চায়নাম্যান স্পিনার কুলদীপ ইয়াদাভ ৯ ওভারে ৪০ রানে ৩ উইকেট নেন, এবং হার্দিক পান্ডিয়া ৮ ওভারে ৩১ রানে ২ উইকেট শিকার করেন।

ম্যাচে স্পিনাররা বেশ প্রাধান্য দেখিয়েছিলেন। কুলদীপ, আকসার প্যাটেল ও রবীন্দ্র জাদেজা ২৬ ওভার বল করে মাত্র ১২৯ রানে ৫ উইকেট নেন।

রান তাড়ায় ভারত ৪২.৩ ওভারে জয়ী হয়। বিরাট কোহলি তার ক্যারিয়ারের ৫১তম সেঞ্চুরি করেন। পাকিস্তানের সেরা বোলার ছিলেন লেগ স্পিনার আবরার আহমেদ, যিনি ১০ ওভারে ২৮ রানে এক উইকেট নেন।

এ কারণে ফাইনালে দুই দলের স্পিনাররা বিশেষ সুবিধা পেতে পারেন, যদিও ১৪ দিনের বিরতিতে উইকেটের চরিত্র পরিবর্তন হতে পারে।

উল্লেখ্য, দুবাইতে ১০টি ভিন্ন ভিন্ন উইকেট রয়েছে, এবং সেগুলো প্রস্তুত করে ও তত্ত্বাবধান করে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।

You may also like